নিজস্ব প্রতিনিধিঃ সারা বাংলা ৮৮ চাঁদপুর জেলা প্যানেলের ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হলো।
গত পহেলা মে সোমবার শহরের অদূরে ইচলি চৌরাস্তায় অবস্হিত মিঃ কাবাব রেষ্টুরেন্টে উক্ত ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।
এ সভায় সংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন ও দিক নির্দেশনা দেন সারা বাংলা ৮৮ এর চাঁদপুর জেলা প্যানেলের কো-অর্ডিনেটর আলমগীর আলম জুয়েল।
এ ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন সারা বাংলা ৮৮ এর জয়েন কো-অর্ডিনেটর ও চ্যারিটি প্রধান সাংবাদিক মনির হোসেন খান। বক্তব্য রাখেন জেলা প্যানেলের জয়েন কো-অর্ডিনেটর হাবিবুর রহমান, রোমান পাঠান,ইলিয়াস মিয়া।
এ ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় উপস্হিত ছিলেন প্যানেল কো- অর্ডিনেটর মিজানুর রহমান লিটন খান, ইকবাল খান,বাহাউদ্দিন বাহার, ইকবাল মাষ্টার, সাখাওয়াত হোসেন, উত্তম কুমার। উপস্হিত ছিলেন চাঁদপুর রেইনবো হাসপাতালের পরিচালক ও বিশিষ্ট সমাজ সেবক এনামুল কাদের অপুসহ প্যানেল সদস্যরা।