মনির হোসেন খানঃ সারা বাংলা ৮৮ চাঁদপুর জেলা প্যানেলের কো- অর্ডিনেটর, বিকাশ ও গ্রামীন ফোনের পরিবেশক এবং চাঁদপুর সদর উপজেলা বি,এন,পির সহ সভাপতি আলমগীর আলম জুয়েল মারাত্নক অসুস্হ্য।
জুয়েল তার সকল ৮৮ বন্ধু ও চাঁদপুর বাসীর কাছে তার সুস্হ্যতার জন্য দোয়া চেয়েছেন।
উল্লেখ্য যে, গত ৩রা মে প্রভাতে জুয়েল প্রাতঃ ভ্রমন করবার সময় পা পিছলে যাবার ফলে তার একটি পায়ের লিগামেন্ট ছিড়ে যায়। ফলে তাঁকে ততক্ষনাৎ তার ব্যক্তিগত গাড়ীতে করে উন্নত চিকিৎসার জন্য ঢাকার গ্রীন রোডে অবস্হিত নিউ লাইফ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
বর্তমানে জুয়েল সেখানেই অবস্হান করছেন। বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শে জুয়েলের পায়ের ছিড়ে যাওয়া লিগামেন্ট অপারেশন করে জোড়া লাগাবার কথা আজ।
তাই জুয়েল চাঁদপুরবাসি তথা সারা বাংলা ৮৮ এর সকল বন্ধুদের নিকট তার সুস্হ্যতার জন্য দোয়ার প্রার্থনা করেছেন।