নিজস্ব প্রতিনিধিঃ সারা বাংলা ৮৮ চাঁদপুর জেলা প্যানেলের উদ্যোগে ফল উৎসব উদযাপন ও নৌকা ভ্রমন করা হয়।
১৭ ই জুন শনিবার বিকেল চারটায় এই ফল উৎসবটি উদযাপন করা হয়। একটি বড় ট্রলারের মধ্যে ডাঁকাতিয়া নদীর উপরে ভেসে এই ফল উৎসবটি উদযাপন করেন সারা বাংলা ৮৮ চাঁদপুর প্যানেলের ২৫ জন বন্ধু।
শনিবার বিকেল চারটায় বড় ষ্টেশন মোলহেড হতে একটি বড় ট্রলার যোগে এ নৌকা ভ্রমন ও ফল উৎসবটির শুরু হয়। বিকেল চারটায় ট্রলারটি যাত্রা শুরু করে ডাঁকাতিয়ার বুক চিরে সন্ধ্যায় গাছ তলা ব্রীজে গিয়ে পৌছে।
এ যাত্রা পথেই সকল বন্ধুরা ট্রলারে বসেই সকল প্রকার দেশীয় ফলের যেমন আম,কাঁঠাল, লিচু, জাম, লটকন, ড্রাগন ফল, আনারস সহ বিভিন্ন ফলের স্বাধ গ্রহন করেন। সন্ধ্যার পরে পূনরায় ট্রলারটি বড় ষ্টেশন মোলহেডে এসে পৌছলে সেখানে রক্তধারা ভাস্কর্যের পাশে চেয়ারে বসে সকল বন্ধুরা চা চক্রে অংশ গ্রহন করেন। চা চক্রের পরেই উৎসবে আগত সকল বন্ধুদেরকে ধন্যবাদ জানিয়ে এই ফল উৎসব ও নৌকা ভ্রমনের সমাপ্তি ঘোষনা করেন সারা বাংলা ৮৮ চাঁদপুর প্যানেলের জয়েন কো-অর্ডিনেটর চাঁদপুর পৌর কর্মকর্তা জায়েদুর রহমান জহির।
বন্ধুদের সন্মানে এই ফল উৎসবের আয়োজক ছিলেন সারা বাংলা ৮৮ চাঁদপুর প্যানেলের সন্মানিত সদস্য, মায়ের দোয়া টিম্বার হাউসের পরিচালক ও চাঁদপুর জেলা স মিল মালিক সমিতির সভাপতি গফুর বেপারি। উক্ত ফল উৎসবে ও নৌকা ভ্রমনে উপস্হিত ছিলেন সারা বাংলা ৮৮ চাঁদপুর জেলা প্যানেলের জয়েন কো- অর্ডিনেটর চাঁদপুর লেডি প্রতিমা মিত্র উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক বদরুল হক শামিম, জায়েদুর রহমান জহির, সফিকুর রহমান, সৈয়দ আহমেদ, মিজানুর রহমান খান লিটন।
উক্ত ফল উৎসবে আরো উপস্হিত ছিলেন জয়েন কো- অর্ডিনেটর হিলশা নিউজের সহ সম্পাদক ও দৈনিক আলোকিত চাঁদপুর পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার সাংবাদিক মনির হোসেন খান, ইকবাল খান, জয়েন কো- অর্ডিনেটর মোঃ ইলিয়াস, বাহাউদ্দিন বাবলু।
প্যানেল সদস্যদের মাঝে উপস্হিত ছিলেন চাঁদপুর রেইনবো হাসপাতালের পরিচালক এনামুল কাদের অপু, দেওয়ান হাবিব, শম্ভুনাথ সাহা, আঃ মান্নান, গফুর বেপারী, আলমগীর মাষ্টার, উত্তম মাষ্টার, মোস্তফা, মুন্না,,মাষ্টার ক্লথের পরিচালক মনির হোসেন, পারভেজ, সাখাওয়াত ও অন্যান্য সদস্যরা ।