মনির হোসেন খানঃ চাঁদপুরের স্বনামধন্য ব্যবসায়ী প্রতিষ্ঠান তৌহিদ তাওসিফ এন্টার প্রাইজের পরিচালক ও বিকাশ ও গ্রামীন ফোন এজেন্ট এবং সারা বাংলা ৮৮ চাঁদপুর জেলা প্যানেলের কো- অর্ডিনেটর আলমগীর আলম জুয়েলের ৫২ তম জন্মদিন উদযাপিত হয়েছে।
গতকাল ২৬ শে মার্চ রবিবার রাত ১০ টায় জুয়েলের পৈতৃক নিবাস সদরের ৮ নং বাগাদী ইউনিয়নের দারোগা বাড়ীতে এই জন্মদিনটি উদযাপন করা হয়।
এদিন রাতে বন্ধুদের ও পরিবারের সদস্যদের উপস্হিতিতে কেক কেটে ও ফুলেল শুভেচ্ছার মধ্যদিয়ে জুয়েলের জন্মদিনটি উদযাপন করা হয়।
জুয়েলের জন্মদিনে তার পরিবারের সদস্যরা ছাড়াও আরো উপস্হিত ছিলেন সারা বাংলা ৮৮ চাঁদপুর জেলা প্যানেলের জয়েন কো অর্ডিনেটর ও (চ্যারিটি) সাংবাদিক মনির হোসেন খান, জয়েন কো-অর্ডিনেটর হাবিবুর রহমান, মিজানুর রহমান লিটন খান, রোমান পাঠান, সদস্য সম্ভু নাথ, চাঁদপুর রেইনবো হাসপাতালের পরিচালক ও সারা বাংলা ৮৮ চাঁদপুর জেলা প্যানেলের মানবিক বন্ধু হিসেবে খ্যাত এনামুল কাদের অপুসহ আরও অন্যান্যরা।
সব শেষে জুয়েল তার জন্মদিনে আগত বন্ধুদেরকে আপ্যায়িত করেন এবং সকল বন্ধু ও শুভাকাঙ্খীদের তার জন্মদিনে উপস্হিত হওয়ার জন্য বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।