মনির হোসেন খানঃ সারা বাংলা ৮৮ চাঁদপুর জেলা প্যানেলের উদ্যোগে ইফতার মাহফিল দোয়া ও খাদ্য সামগ্রী বিতরন করা হয়।
গত ১২ ই এপ্রিল বুধবার চাঁদপুর জাফরাবাদ এলাকার বেপারি বাজার সংলগ্ন তারবিয়াতুল উম্মাহ মাদ্রাসা ও এতিম খানায় এই ইফতার মাহফিল দোয়া ও খাদ্য সামগ্রী বিতরনের আয়োজন করা হয়।
বুধবার সন্ধ্যায় ইফতারের পূর্ব মুহুর্তে সারা বাংলা ৮৮ এর সকল বন্ধুদের সুখ সমৃদ্ধির জন্য দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন উক্ত মাদ্রাসার মোতওয়াল্লী হাফেজ মাওলানা আব্দুর রাজ্জাক চাঁদপুরি।
এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন সারা বাংলা ৮৮ চাঁদপুর প্যানেলের জয়েন কো- অর্ডিনেটর পৌর কর্মকর্তা জায়েদুর রহমান জহির, আরো বক্তব্য রাখেন প্যানেল কো- অর্ডিনেটর ও চ্যারিটি পাঠক প্রিয় হিলশা নিউজের সহ সম্পাদক ও দৈনিক আলোকিত চাঁদপুর পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার মনির হোসেন খান।
মনির তার বক্তব্যে বলেন যে, সারা বাংলা ৮৮ সংগঠনটি একটি বন্ধু সংগঠন। পিছিয়ে পড়া বন্ধুদের সহযোগীতা করা ও সাবলম্ভি করাই এ সংগঠনের মুল লক্ষ। পাশাপাশি এ সংগঠনটি সামাজিক সংগঠনও বটে। ভবিষ্যতেও সারা বাংলা ৮৮ সংগঠনটি সামাজিক উন্নয়নেও ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় উপস্হিত ছিলেন জেলা প্যানেলের সন্মানিত সদস্য চাঁদপুর রেইনবো হাসপাতালের সুযোগ্য পরিচালক ও মানবিক মানুষ এনামুল কাদের অপু। আরো উপস্হিত ছিলেন সারা বাংলা ৮৮ চাঁদপুর প্যানেলের জয়েন কো- অর্ডিনেটর লেডী প্রতিমা উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক বদরুল হক শামীম,গফুর মিয়া, হাবিবুর রহমান, সফিকুল ইসলাম, সৈয়দ আহমেদ, সদস্য খোকা, লিটন সহ আরো অনেক বন্ধুরা।
পরে মাদ্রাসার শিক্ষক ও এতিমদের সাথে ইফতার শেষে পিছিয়ে পড়া বন্ধু ও অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়।