অমরেশ দত্ত জয়: পরিত্যাক্ত চাষ উপযোগী জমি বা খোলা আকৃতির মাঠে সুন্দর্যবর্ধক ঘাস চাষ করে প্রবাসফেরত চাঁদপুরের মনির হোসেন নিজের ভাগ্যবদল করে বছরে লাখ লাখ টাকা আয় করছেন। সোশ্যাল মিডিয়া অনলাইনকে কাজে লাগিয়ে তিনি তার এ ব্যবসাকে প্রসার ঘটাচ্ছেন এবং এতেই নিয়মিত ঘাস বিক্রির নিত্য নতুন গ্রাহক পাচ্ছেন। তার এই ব্যবসার সফলতায় মুগ্ধ হয়ে এলাকার অনেক যুবকই বেকার বসে না থেকে হাতে কলমে এ ব্যবসা শিখতে তার কাছে ধরনা দিচ্ছেন।
২৯ জানুয়ারি বুধবার চাঁদপুর সদরের বালিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের দক্ষিণ বালিয়া গ্রামে মনির হোসেনের এই ঘাস চাষ দেখা যায়।
স্থানীয়রা জানান, মোঃ মনির হোসেন হচ্ছেন চাঁদপুর সদরের বালিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মোহাম্মদ আবু তাহের গাজী ও মনি বেগমের ছেলে। ৩৮ বছর বয়সী মনির পরিবারে ৩ ভাই ও ১ বোনের মধ্যে সবার বড়। আয়ের পথ না পেয়ে মনির ২০১৩ সালে বাহারাইন চলে যায় এবং সেখানে বাগানে কাজ করেন। এরপর ২০১৮ সালে দেশে ফেরত এসে ২ বছর আবার বেকার থাকেন। নিজেই বুদ্ধি করে লোকমারফতে মেক্সিকো থেকে লং কার্পেট ঘাস আনেন। ২০২০ সালে সে ঘাস লাগিয়ে মাত্র ২ বছরের ব্যবধানে এখন বছরে ১২/১৪ লাখ টাকা তিনি আয় করছেন। দাম্পত্য জীবনে মনির স্ত্রীসহ ২ মেয়ে ও ১ ছেলেকে নিয়ে ভালো সুখেই সংসার করছেন।
মনিরের ঘাসচাষে নিয়োজিত শ্রমিকরা জানান, মেক্সিকান বারমুডা লং কার্পেট ঘাসটি মূলত এ ঘাস থেকেই জন্ম নেয়। এরজন্য নির্দিষ্ট কোন বীজের প্রয়োজন নেই। জমি প্রস্তুতকালে প্রথমে জমির মাটি লেভেলের পর তাতে প্লাস্টিক বিছানো হয়। এরপর তার ওপর মাটি ফেলে পানি দিয়ে মাটি ভিজিয়ে কাঁদামাটি করা হয়। আর সে মাটির ওপরে টুকরা টুকরা ঘাস লাগানো হয়। এর পরে এভাবে ফেলে রেখে ঘাস উঠানোর পূর্বে দু’ এক বার আগাছা পরিষ্কার রাখতে হয়। তাররেই ঘাস কেটে তা বিক্রি উপযোগী হয়। বর্গাকার কাঠে ১২ স্কার ফিট পর্যন্ত নির্দিষ্ট মাপে রেখে ঘাসটা কাটতে হয়। মনিরের এ কাজে ৫০/৬০ জনের কর্মসংস্থান হয়েছে। তারা জমি প্রস্তুত, ঘাষ বাছাই, আগাছা পরিষ্কার, পরিবহন কাজে নিয়োজিত হয়ে জীবিকা নির্বাহ করছেন। ঢাকা, বরিশাল, যশোরসহ দূর দূরান্তে এসব ঘাস ট্রাকযোগে পৌছে দেয়া হচ্ছে।
উদ্যোক্তা মোঃ মনির হোসেন বলেন, মেক্সিকান বারমুডা লং কার্পেট ঘাস মূলত সুন্দর্য বর্ধনে কাজে আসে। অনলাইনের সোশ্যাল মিডিয়ায় এটি প্রমোট করি। যা দেখার মাধ্যমে আকৃষ্ট হয়ে প্রশাসনিক কর্মকর্তাসহ রুচিশীল মানুষরা এ ঘাষের প্রতি আকৃষ্ট হয়ে তা অর্ডার করে কিনে নেয় এবং নিজেদের বাড়ীর আঙ্গিনাসহ খেলার মাঠ বা রাস্তার দুপাশে লাগাচ্ছেন। প্রথমদিকে পরিবারসহ এলাকাবাসী এ কাজকে গুরুত্ব না দিলেও এখন ঘাসচাষে বছরে ১২/১৪ লাখ টাকা আয়ের এই সফলতাকে ব্যাপক প্রশংসার চোখেই দেখছেন সবাই। বর্তমানে আমি দক্ষিণ বালিয়া ছাড়াও ইচুলী, লক্ষীপুর ও মোহনপুরে সব মিলিয়ে প্রায় ২০ একর জমি লিজ নিয়ে এ ঘাস চাষ করছি। যদি ঋণ সহায়তা এবং প্রশাসন হতে খাস জমি বরাদ্দ পাই তাহলে আমি এ ব্যবসা আরও প্রসার ঘটিয়ে অনেক লোকের কর্মসংস্থান করতে পারবো বলে আশাবাদী।
এ বিষয়ে চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোস্তাফিজুর রহমান বলেন, দ্রুতই লং কার্পেট ঘাসচাষ পদ্ধতি পরিদর্শন করে খাস জমি বরাদ্দসহ মনিরের মতো উদ্যোক্তাদের বিনিয়োগে সহায়তার আশ্বাস দিচ্ছি। তার এই কর্মগুণকে জানাচ্ছি শুভকামনা।
এদিকে লং কার্পেট ঘাস এক বার লাগালে তা শুধু কেটে পরিষ্কার রাখলেই হয় বিধায় গ্রাহকরা বাসা বাড়ীর আঙ্গিনাসহ বিভিন্ন স্থানে লাগাতে এ ঘাস কিনে নিচ্ছেন। বেকারত্ব দূরীকরনে পরিশ্রম কম হওয়ায় এ ঘাসের ব্যবসা এখন ব্যাপকভাবে লাভজনক ব্যবসা হিসেবে চাঁদপুরের যুবকদের কাছে আশা সঞ্চারিত করেছে।