অমরেশ দত্ত জয়ঃ মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সুন্দর ও সাবলিল উপস্থাপনা করায় পুরুষ্কৃত হলেন চাঁদপুর সদর ইউএনও সানজিদা শাহনাজ।
১৬ই ডিসেম্বর বৃহস্পতিবার সকালে চাঁদপুর স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজিত কুচকাওয়াজ ও শরীর চর্চা অনুষ্ঠানে উপস্থাপনা করে এই পুরুষ্কার তিনি অর্জন করেন। ইউএনও সানজিদা শাহনাজের হাতে পুরুষ্কার তুলে দেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।
এ সময় পুলিশ সুপার মিলন মাহমুদ, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারীসহ প্রশাসনিক, রাজনৈতিক, মিডিয়াকর্মীসহ বিভিন্ন পর্যায়ের ব্যাক্তিবৃন্দ উপস্থিত ছিলেন।