জয় চন্দ্র নাগঃ চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত বলেছেন, সুন্দর সমাজ বিনির্মাণে খেলাধূলার বিকল্প নেই। তাই শিশু-কিশোরদের খেলার পরিবেশ নিশ্চিতে সবাইকে একযোগে কাজ করতে হবে।
৬ জানুয়ারি সোমবার বিকালে শহরের আক্কাসআলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রাথমিক বিদ্যালয়ের বালক ও বালিকা গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরে তিনি খেলায় বিজয়ীসহ অন্যদের মাঝে পুরস্কার তুলে দেন।
চাঁদপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভব রঞ্জন দাসের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলার এসিল্যান্ড মোঃ আল এমরান খাঁন, সদর মডেল থানার ওসি মোঃ বাহার মিয়া, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মানছুর আহমেদ,ইলিয়াস হোসেন, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি বাবুল মিয়া প্রমূখ। এসময় বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষক শিক্ষকাসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।