ফরিদগঞ্জ প্রতিনিধি: সামাজিক যোগাযোগের মাধ্যমে নিজের ও পরিবারকে নিয়ে মিথ্যা প্রচারণা করায় আত্মসম্মান রক্ষার্থে ফরিদগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রলীগ নেতা মাহবুব আলম পাটোয়ারী
চরভাগল গ্রামের মোঃ মহসিন মিজি(৩০), পিতা ছলেমান মিজি।
মোহাম্মদ (২২)পিতা মোঃ আবুল কালাম এর বিরুদ্ধে থানায় জিডি করেছেন। ৮ জুলাই শনিবার ফরিদগঞ্জ থানায় জিডি করেন জিডি নং ৫৩০।
জিডিতে বলা হয়, মাহবুব আলম প্রবাসে থাকাকালীন সময় ৭ এপ্রিল থেকে মহসিন মিজি ও মোহাম্মদ তাদের ফেসবুক আইডিতে মাহবুব আলম ও তার পরিবারকে নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে মিথ্যা প্রচার প্রচারণা করে অশ্লীল ভাষা ব্যবহার করে। তাই তিনি ও তার পরিবার ভীষণ সংকার মধ্যে রয়েছে।