সমীর ভট্টাচার্যঃ সৌদি আরবের সড়ক দুর্ঘটনায় চাঁদপুরের তুষার(২০) নামে এক যুবক নিহত হয়েছে। সে মতলব দক্ষিনের খাদেরগাঁও ইউনিয়নের ঘিলাতলী গ্রামের ছেলে।
২৯ মার্চ বুধবার বিষয়টি নিশ্চিত করেন ওই ইউপি চেয়ারম্যান ইকবাল। জানা যায়, ২৬ শে মার্চ সৌদি আরবে ওমরা হজ্ব পালন করতে যায় তুষার। পথেমধ্যে সড়ক দুর্ঘটনায় সে মারা যায়। সে মনির মজুমদারের প্রথম সংসারের ২ ছেলে ও ১ মেয়ের মধ্যে বড় সন্তান।
ঘিলাতলী গ্রামের ইব্রাহীম ঢালী জানান, গত ১১ মাস আগে তুষার কাজের জন্য সৌদিতে যায়। সেখান থেকেই সে ওমরা করতে মদিনা যাচ্ছিলো। আর এরমধ্যেই এই দুর্ঘটনার সংবাদ পেলাম।
স্থানীয়রা বলেন, তুষারের বাবা ২য় বিয়ে করার পর থেকে তার পরিবারের হাল সে নিজেই কাঁধে তুলে নিয়েছিলেন। একসময় সে নারায়নপুর বাজারের মুদি দোকানে কাজ করতো। পরে তার মা কিস্তিতে টাকা তুলে তাকে সৌদি আরবে পাঠায়। আর এরপর এ দুর্ঘটনায় পুরো পরিবারটির জন্য কালো অধ্যায় শুরু হয়ে গেলো।
এ বিষয়ে মতলবের ৩নং খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন হাওলাদার বলেন, তুষারের মৃত্যুর খবর শুনে তাদের বাসায় গিয়েছি এবং তাদের পরিবারকে শান্তনা দিয়েছি। সে খুব ভালো ছেলে ছিলো। আমি তুষারের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।