মামুন হোসাইনঃ চাঁদপুর-৪, ফরিদগঞ্জ আসনে
নৌকা পেয়েও স্বস্তিতে নেই আওয়ামী লীগের প্রার্থী। দলীয় স্বতন্ত্র প্রার্থীরা তাদের ‘পথের কাঁটা’ হয়ে দাঁড়িয়েছেন। দলের পদপদবিতে থেকেও স্বতন্ত্র প্রার্থী হয়েছেন সাবেক এমপি,উপজেলার সাবেক চেয়ারম্যান, শিল্পপতি।
স্বতন্ত্র প্রার্থিতার বিষয়ে দলীয় হাইকমান্ডের ‘নমনীয় মনোভাবের’ সুযোগ নিয়ে তারাই দলীয় প্রার্থীকে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। এ নিয়ে দুশ্চিন্তায় পড়েতে হচ্ছে নৌকার প্রার্থীর।
খোঁজ নিয়ে জানা গেছে, ফরিদগঞ্জ আসনে নৌকার বিপরীতে আওয়ামীলীগের স্বতন্ত্র ৩ প্রার্থী সহ ১০ জন। বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ফরিদগঞ্জ আসনের মাননীয় সংসদ সদস্য সাংবাদিক মুহাম্মদ শফিকুর রহমান আজ মনোনয়ন জমা দিয়েছেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও ফরিদগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব ড.শামছুল হক ভুঁইয়া, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও ফরিদগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান, বিশিষ্ট শিল্পপতি সমাজ সেবক সিআইপি জালাল আহমেদ।
জাতীয় পার্টির মনোনীত প্রার্থী জেলা জাতীয় পার্টির সহ সভাপতি শেখ সাজ্জাদ রশিদ সুমন, বিএনএম এর মনোনীত প্রার্থী ডাঃ মোহাম্মদ শাহজাহান, জাকের পার্টির মনোনীত নুরুল ইসলাম, তরিকত ফেডারেশনের মনোনীত প্রার্থী বাকি বিল্লাহ মিশকাত চৌধুরী, এনপিপির মনোনীত প্রার্থী আব্দুল গণি,তৃণমূল বিএনপির মনোনীত প্রার্থী মোহাম্মদ সেলিম ও আব্দুল কাদের তালুকদার।