হিলশা নিউজ রিপোর্টঃ রাজশাহীকে হারিয়ে শূভ সূচনা করলেও খুলনার সাথে হেরেছে চাঁদপুর নারী বাস্কেটবল টিম। এবার স্বাগতিক যশোরের সাথে জয়-পরাজয়ের উপর টুর্ণামেন্টে টিকে থাকা- না থাকা নির্ধারণ হবে চাঁদপুরের। চাঁদপুর জয় পেলে খেলবে কোয়ার্টার ফাইনাল এবং পরাজিত হলে ফিরবে আপন গন্তব্যের চাঁদপুরে।
২’রা অক্টোবর শনিবার দুপুরে ‘হিলশা নিউজ’-কে এমনটি জানিয়েছে নারী বাস্কেটবল টিম চাঁদপুরের কোচ শামছুনাহার মেধা।তিনি বলেন,গতকাল আমরা রাজশাহী টিমকে হারিয়েছি। তবে আজ সকালের খেলায় খুলনার সাথে হেরে গেছি। এখন বিকালের স্বাগতিক যশোরের সাথে আমাদের জয়-পরাজয় টুর্ণামেন্টে টিকে থাকা না থাকা নির্ধারণ করবে।আমাদের টিমের জন্য দোয়া চাই সকলের।
তথ্য মতে, বঙ্গমাতা আন্তঃজেলা মহিলা বাস্কেট বল প্রতিযোগিতা ২০২১-এ যশোর জিমনেশিয়ামে চাঁদপুর নারী বাস্কেট টিমের হয়ে ১ম বারের মতো চাঁদপুরের এই নারী বাস্কেটবল টিমে মোট ১০ জন খেলোয়াড় স্থান পেয়েছে। এরা হচ্ছেন, সামিয়া আক্তার বিথী(১৫), তামিম আক্তার প্রীতি(১৫), খাদিজা আক্তার অপু(১৫), সুমাইয়া আক্তার(১৪), ছানিয়া আক্তার(১৪), ইতি আক্তার(১৪), ইতি আক্তার(১৪), জায়েদা খাতুন(১২), ইশরাত জাহান ফারিয়া(১৪), আয়েশা আক্তার নোভা(১৫), ফারহানা আক্তার মেঘলা(১৩)।
উল্লেখ্য, চাঁদপুরসহ দেশের ৮টি জেলা ক্রীড়া সংস্থার মহিলা বাস্কেটবল দল এই প্রতিযোগিতায় অংশ নিবে। এতে অংশগ্রহণকারী দলগুলো হচ্ছে চাঁদপুর, চট্টগ্রাম, ঢাকা, গাজীপুর, রাজশাহী, খুলনা, দিনাজপুর ও স্বাগতিক যশোর। ১ অক্টোবর এই প্রতিযোগিতা শুরু হয়ে ৪ অক্টোবর শেষ হবে।