মামুন হোসাইনঃ সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমান বলেন, সরকার প্রতিটি জনগণের ঘরে ঘরে স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে বদ্ধ পরিকর। সেই জন্য উপজেলার প্রতিটি ইউনিয়ন পর্যায়ে কমিউনিটি ক্লিনিক স্থাপন করেছেন। উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সসহ উপস্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসক নিশ্চিত করেছেন। কোভিড-১৯ এর পর থেকে স্বাস্থ্যখাতে সরকার আরো বেশি সেবা নিশ্চিত করণে কাজ করছে। ফলে উপজেলা পর্যায়েও আধুনিক চিকিৎসা সেবা দেয়া সম্ভব হচ্ছে। তাই চিকিৎসক ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা হিসেবে আপনাদের দায়িত্ব স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছাতে হবে।
বুধবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আশরাফ আহমেদ চৌধুরীর সভাপতিত্বে ও ডা: মামুন আহমেদ এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন হাসপাতালের আরএমও ডা: কামরুল হাছান, কমিটির সদস্য উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও আওয়ামীলীগ নেতা খাজে আহমেদ মজুমদার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রতিনিধি আলী হোসেন ভূঁইয়া, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, উপজেলা যুবলীগের আহ্বায়ক আবু সুফিয়ান শাহীন, যুগ্মআহ্বায়ক হেলাল আহমেদ, ইউপি চেয়ারম্যান মাহমুদুল হাসান মিরাজ, শরীফ খান, সাবেক প্যানেল মেয়র খলিলুর রহমান প্রমুখ।
সভা শেষে সংসদ সদস্য স্বাস্থ্য কমপেস্নক্সের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন।