সুমন আহমেদ : চাঁদপুরের মতলব উত্তরে বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের ২৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রেলী, আলোচনা সভা ও কেক কাটা হয়েছে।
২৭ জুলাই বুধবার বিকেলে উপজেলার মতলব- ঢাকা আঞ্চলিক মহাসড়কের দূর্গাপুর ইউনিয়নের আনারপুর চৌরাস্তায় রেলী বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় চৌরাস্তায় এসে শেষ হয়।
পরে দূর্গাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রনি প্রধানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য ও অলিপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রিয়াজুল হাসান রিয়াজ।বিশেষ অতিথির বক্তব্য রাখেন – মতলব উত্তর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সিরাজুল ইসলাম ডাবলু।
আরো বক্তব্য রাখেন – দূর্গাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল চৌধুরী, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাছলিমা ফরাজী প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, দূর্গাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি দুলাল মেম্বার, যুবলীগ নেতা ইউসুফ বেপারি,বাদল মেম্বার, আবুল কালাম,তৌহিদুল ইসলাম,ফরাজি কান্দি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মান্নান,মৃধা, ছাত্রলীগ নেতা রনিসহ আওয়মী অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের নেতাকর্মী।
প্রধান অতিথির বক্তব্যে রিয়াজুল হাসান রিয়াজ বলেন, মতলের রুপকার মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম। এখন যে উন্নয়ন দেখছেন তা মায়ারই অবদান। মতলবের মানুষ মায়াকে ভুলে নাই।
তিনি আরো বলেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সফল মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম আবারও মতলবে মন্ত্রী হয়ে আসবেন এবং মতলবের উন্নয়নের অসমাপ্ত কাজগুলো সমাধান করবেন। এই আশা আমাদের সকলের।