স্টাফ রিপোর্টারঃ চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা ও বিশিষ্ট ঠিকাদার রতনকর শুভর পিতা – বিশিষ্ট সমাজসেবক বাবু নিরঞ্জন করের প্রথম বাৎসরিক শ্রাদ্ধনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
৭ জুলাই বাবুরহাটস্ত তার নিজ বাসভবন এ শ্রাদ্ধঅনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে অংশনেন বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ চাঁদপুর জেলা শাখার সভাপতি বাবু সুভাস চন্দ্র রায় ও সাধারণ সম্পাদক তমাল কুমর ঘোষ, চাঁদপুর জেলা আওয়ামীস্বেচ্চাসেবক লীগ সাঃসম্পাদক ফেরদাউস মোর্শেদ জুয়েল, এছারাও অন্যান্যর মধ্যে আরো উপস্থিত ছিলেন, জেলা পুজা উদযাপন পরিষদ চাঁদপুর জেলা শাখার সভাপতি নরেন্দ্র নারায়ন চক্রবর্তী যুগ্ম সাধারণ সম্পাদক গোপালচন্দ্র সাহা সাংগঠনিক সম্পাদক লিটন। জেলা স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক রনজিৎ সাহা মুন্না,জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা নাসির উদ্দিন নিশান মাহমুদ সাজ্জাদ হায়দার তাপস রায় জুয়েল জুয়েল কান্তি নন্দু, বিজয় নাগ দাদন বিন আলমগীর ইয়াসিন ও খলিল দেওয়ান প্রমুখ।
পৌর পুজা উদযাপন পরিষদের সভাপতি নেপাল সাহা,সাধারণ সম্পাদক সুমন সরকার জয়,জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদে সভাপতি পরেশ চন্দ্র মালাকার,সাধারণ সম্পাদক কার্তিক সরকার, সহসভাপতি মানিক ঘোষ,ও লিটন মজুমদার।
জানা যায়, রতন কর শুভর পিতা নিরঞ্জন কর গত ১৭ জুন ২০২২ সালে বার্ধক্যজনিত কারনে ঢাকার একটি হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। বিশিষ্ট এই ব্যাক্তির শ্রাদ্ধঅনুষ্ঠানে যোগদেন বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠন তথা সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।