স্টাফ রিপোর্টারঃ চাঁদপুর সদরের হরিণা ফেরঘাট এলাকা হতে একটি পিকআপে তল্লাশি চালিয়ে ৩টি বস্তা থেকে ৫৪ কেজি গাঁজাসহ ৪ জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টিম। পরবর্তীতে আটককৃতদের বিরুদ্ধে মামলা এবং পিকআপটি জব্দ করা হয়।
২২ নভেম্বর বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান।
আটককৃতরা হচ্ছেন, নওগাঁ জেলার সাগর আলী (২৬),মোহাম্মদ সাগর (২০), চাঁপাইনবাবগঞ্জের আনোয়ারুল হক (৩০) এবং সাতক্ষীরার রসুল মোড়ল (১৯)। একই সঙ্গে মাদক কারবারীদের ব্যবহৃত ৩টি মুঠোফোনও জব্দ করা হয়।
এ বিষয়ে চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ৫৪ কেজি গাঁজাসহ ৪ জনকে আটক করি। পরে তাদের বিরুদ্ধে মাদক আইনে ব্যবস্থা নেওয়া হয়।
এসময় চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকারিয়া হোসেন ও কোস্টগার্ডের সদস্যরাও অভিযানে অংশ নেন।