স্টাফ রিপোর্টারঃ আসন্ন ঈদুল ফিতর কে সামনে রেখে সারাদেশে লঞ্চ ঘাট ও ফেরী ঘাটে যাত্রীদের জন্য বাড়তি নিরাপত্তা জোরদার করেছে নৌ পুলিশ। তারই অংশ হিসেবে চাঁদপুর সদর উপজেলার হরিণা ফেরী ঘাটে যাত্রী ও পরিবহন পারাপারে নিরাপত্তা জোড়দার করেছে হরিণা নৌ পুলিশ ফাঁড়ি।
২০ এপ্রিল বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন হরিণা নৌপুলিশ ফাঁড়ির এএস আই কামাল।
এ বিষয়ে হরিণা নৌপুলিশ ফাঁড়ি এস আই ছাইফুল ইসলাম ‘হিলশা নিউজ’-কে বলেন, যাত্রী ও পরিবহন পারাপারে নিরাপত্তার পাশাপাশি হরিণা ঘাট সংলগ্ন খাল থেকে জেলেরা যাতে নৌকা নিয়ে নদীতে নামতে না পারে সেদিকেও কঠোর নজরদারি রয়েছে।