স্টাফ রিপোর্টারঃ চাঁদপুর সদরের হরিণা ফেরীঘাট হতে ৬ কেজি ২শ’ গ্রাম গাঁজা ও ১টি বিদেশী বোতলের মদসহ এক যুবককে আটক করেছে কোস্টগার্ড।
৩ জুলাই সোমবার বিকালে এ তথ্য জানিয়েছেন কোর্সগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি।
তিনি বলেন, আটককৃত যুবকের হচ্ছেন মাদারিপুর জেলার মিঠাপুর গ্রামের মোঃ আবু সিদ্দিক(৩২)। তিনি কুমিল্লা হতে পাচারের উদ্দ্যেশ্যে এই মদ ও গাঁজা নিয়ে আসেন। তাকে আটক করে সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এসময় চাঁদপুর কোস্টগার্ডের ষ্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ান উপস্থিত ছিলেন।