মোঃ আরিফুল ইসলামঃ চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের হরিনা আদর্শ একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ১৮ মার্চ সকালে বিদয়ালয়ের মাঠে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।
বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের মধ্যে বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতা, যেমন খুশি তেমন সাজ, ইসলামী সংগীত প্রতিযোগিতা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে হরিনা আদর্শ একাডেমির প্রতিষ্ঠাতা এ বি এম হানিফ এর সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমিনুল ইসলাম।
হরিনা আদর্শ একাডেমির দাতা সদস্য মোঃ মহসিন ঢালির পরিচালনয় বক্তব্য রাখেন, হরিনা আদর্শ একাডেমির সভাপতি ও ব্যাংকার মোঃ সালাউদ্দিন আহমেদ, বালিয়া আদর্শ একাডেমির প্রধান শিক্ষক মোঃ মনিরুল ইসলাম।
এসময় অনুষ্ঠানে বাবুরহাট নবদিগন্ত কিন্ডারগার্টেনের পরিচালক বাবুল চন্দ্র দে, হরিনা আদর্শ একাডেমির দাতা সদস্য সলেমান ঢালি, বিল্লাল হোসেন, সফিক ঢালি, তরুন সমাজ সেবক মোঃ জাহাঙ্গীর গাজী সহ শিক্ষক মন্ডলি, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।