মোঃ আরিফুল ইসলামঃ চাঁদপুর সদর উপজেলার হরিনা চালিুতাতলী এডওয়ার্ড ইনিষ্টিটিউশন স্কুলের শিক্ষার্থীদের বার্ষিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে।
৩০ আগষ্ট মঙ্গলবার দুপুরে হরিনা চালিুতাতলী এডওয়ার্ড ইনিষ্টিটিউশন স্কুল মাঠে এস এস সি পরিক্ষার্থী ২০২২ ও নবম শ্রেণীর মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় নবম শ্রেণি কে ৩-৪ গোলে এসএসসি পরিক্ষার্থী বিজয় লাভ করে।
পুরষ্কার বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা চেয়ারম্যান ও হরিনা চালিুতাতলী এডওয়ার্ড ইনিষ্টিটিউশন এর সভাপতি নুরুল ইসলাম নাজিম দেওয়ান।
হরিনা চালিুতাতলী এডওয়ার্ড ইনিষ্টিটিউশনের প্রধান শিক্ষক মনির আহমেদ সিদ্দিকী ও সিনিয়র শিক্ষক তপন কুমার দে’র পরিচালনায় উপস্থিত ছিলেন ১৩ নং হানারচর ইউপি চেয়ারম্যান আঃ ছাত্তার রাড়ি, সাবেক চেয়ারম্যান মোতালেব বেপারী, সহকারি প্রদান শিক্ষক আঃ রশিদ গাজী, সিনিয়র শিক্ষক মোর্শেদ আলম, মাওঃ সিদ্দিকুর রহমান, সুকুমার সরকার, সিলা দত্ত, সুকুমার পাল ইউনিয়ন ছাত্রলীগের সাধার সম্পাদক নাজমুল হেসেন শেখ সহ শিক্ষক মন্ডলি ও ম্যানেজিং কমিটির সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
খেলায় রেফারি হিসেবে ল্যাব অপারেটর মমিন বেগ ও সহকারী হিসেবে ক্রীড়া শিক্ষক গৌর সংকর, হারেছ খান ও জাহাঙ্গীর আলম খেলা পরিচালনা করেন।