মোঃ আরিফুল ইসলামঃ চাঁদপুরের হরিনা নৌ পুলিশ ফাঁড়ির মা ইলিশ রক্ষা অভিযানে নৌকা সহ ৭ জেলেকে আটক করেছেন।
১২ অক্টোবর বুধবার সন্ধায় এস আই জসিম এর নেতৃত্বে চলমান অভিযানে তাদের আটক করা হয়। আটকৃতরা হলেন চাঁদপুর সদর উপজেলার ১৩ নং হানারচর ইউনিয়নের আঃ মান্নান মিয়ার ছেলে মোঃ বাচ্চু মীর(৫২), মৃত্যু মোহাম্মদ পাটওয়ারীর ছেলে জলিল পাটওয়ারী (৪৫), মৃত হাসান আলূী ছেলে বিল্লাল হোসেন(৬৮),মোঃ মজিবুর রহমানের ছেলে সাগর (১৯), মনু মিয়ার ছেলে শরিফ (১৮), মেনা মিয়ার ছেলে মোঃ লিটন (২৮)। চান্দ্রা ইউনিয়নের মৃত ইসমাইল পাঠনের ছেলে আনোয়ার হোসেন (৩৫)।
হরিনা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ মিজানুর রহমান বলেন, মা ইলিশ রক্ষা অভিযানে গোবিন্দিয়া এলকার মেঘনা নদী থেকে অবৈধভাবে মাছ শিকার করার সময় তাদেরকে আটক করা হয়। আটকৃতদের বিরুদ্ধে মামলা চলমান রয়েছে।