স্টাফ রিপোর্টারঃ চাঁদপুর জেলা পূজা পরিষদের ব্যর্থতায় হাইমচরের ইউএনও চাই থোয়াইহলা চৌধুরী কে আহ্বায়ক করে স্থানীয় সনাতনীদের শ্রী শ্রী জগন্নাথ মন্দিরের ৯ সদস্যের আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে।
১ সেপ্টেম্বর শুক্রবার বিকালে মন্দির প্রাঙ্গণে এই কমিটি ঘোষণা করেন মন্দিরের সম্মেলন কমিটির সভাপতি অজয় কৃষ্ণ মজুমদার।
স্থানীয় ভক্তরা জানায়, হাইমচরের জগন্নাথ মন্দিরের বিভিন্ন অনিয়মের মধ্য দিয়ে চিকিৎসক মিলন সরকার ও বিবেক লাল মজুমদার গংগণ একপেশীমূলক কমিটি করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত হন। যেখানে জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ ও জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাবেক সভাপতি গোপাল চন্দ্র সাহার এক পেক্ষিক কর্মকান্ডের মধ্য দিয়ে সভার মধ্যে উত্তেজনা সৃষ্টি করেন।
পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও জেলা জজ কোর্টের পিপি অ্যাড. রনজিত রায় চৌধুরী, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা অজয় কুমার ভৌমিক, জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সদস্য সচিব ও চাঁদপুর পৌর আওয়ামীলীগের সভাপতি রাধা গোবিন্দ গোপ, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সিনিয়র সহসভাপতি তপন সরকার, জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাবেক সদস্য সচিব সমীরণ ভঞ্জ, চাঁদপুর জেলা পরিষদের হাইমচরের সদস্য খুরশিদ আলমের হস্তক্ষেপে ভক্তদের উত্তেজিত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরে চাঁদপুর থেকে যাওয়া নেতৃবৃন্দের উপস্থিতিতে এবং মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জীবন কানাই দাস, পুলিশের সাবেক ডিআইজি নিবাস মাঝী, হাইমচর থানার ওসি মোঃ ইয়াসিনের মধ্যস্ততায় হাইমচরের ইউএনও কে আহ্বায়ক করে জগন্নাথ মন্দিরের ৯ সদস্যের কমিটির নাম ঘোষণার মধ্য দিয়ে সভার সমাপ্তি টানা হয়।