শিমুল অধিকারী সুমনঃ চাঁদপুরে হাইমচরের কাটাখালী লঞ্চঘাট এলাকার চলাচলের রাস্তার বেহালদশায় জনদূর্ভোগ বেড়েছে। নয়ানী হতে কাটা খালী পর্যন্ত অন্তত ২ কি. মি. রাস্তার এমন বেহাল দশা থেকে মুক্তি চায় ভুক্তভোগীরা।
২৮ নভেম্বর বৃহস্পতিবার রাস্তার বড় বড় গর্ত ও ভাঙ্গাচুরায় পড়ে সিএনজি দুর্ঘটনার কবলে পড়ে উল্টে পড়ে বেশ কয়েকজন আহত হয়।
স্থানীয় চলাচলকারী আলম হাওলাদার, কালাম পাটোয়ারী, তাহের পাটোয়ারী, কাদির রাড়িসহ আরো অনেকে ক্ষোভ জানিয়ে বলেন, রাস্তাটি পুরাতন বেড়ি বাঁধের ওপরে হওয়ায় সাধারণ রাস্তা থেকে অনেক উঁচু। যার কারনে কিছুটা পর পরই রাস্তার দু’পাশে ভেঙ্গে পড়েছে। নয়ানী হতে শুরু করে ঢেলের বাজার হয়ে কাটা খালী লঞ্চঘাট পর্যন্ত রাস্তায় এখন বড় বড় গর্ত। এতে করে গুরুত্বপূর্ণ এই রাস্তাটিতে চলাচলে অনেক ঝুঁকি পোহাতে হয় এবং প্রায়ই দুর্ঘটনার কবলে পড়তে হয়। তাই দ্রুত রাস্তাটির সংস্কার করে জনদূর্ভোগ লাঘবে সংশ্লিষ্টদের হস্তক্ষেপ চাই।
এ বিষয়ে চাঁদপুর সড়ক ও জনপদ বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী ওয়াসিম উদ্দিন বলেন, রাস্তাটি সম্পর্কে অমরা অবগত আছি। চলতি অর্থবছরের মধ্যেই রাস্তাটি মেরামত করা হবে। সে পর্যন্ত সকলকে সতর্ক ও সচেতনতারসহিত চলাচল করতে অনুরোধ করছি।