... বিস্তারিত
হাইমচরের গৃহহীন জাহাঙ্গীর আখনের আকুতি
মোঃ হোসেন গাজীঃ মাননীয় শিক্ষামন্ত্রী আলহাজ্ব ডাঃ দীপু মনি এমপি’র সুদৃষ্টি কামনা করে হাইমচর উপজেলার ২ নং উঃ আলগী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের হতদরিদ্র ও হতবাগ্য জাহাঙ্গীর আখন বর্তমানে গৃহহীন হয়ে একটি জনাঝির্ন ও ঝুঁকিপূর্ণ পুরোনো বসত ঘরে জীবনের ঝুঁকি নিয়ে কোনোরকম বসবাস করে আসছেন।
এমতাবস্থায় তার একটি বসতঘর খুবই প্রয়োজন। এদিকে মুজিব বর্ষে মাননীয় প্রধানমন্ত্রীর উদোগ্যে সমগ্র দেশে গৃহহীনদের মাঝে জমি আছে ঘর নাই এরইদ্বারাবাহিকতায় গৃহহীনদের জন্য সরকার বসতঘর নির্মাণ করে দিচ্ছেন।
৫ই এপ্রিল সোমবার তাই চাঁদপুর সদর ও হাইমচর ৩ আসনের মাননীয় শিক্ষামন্ত্রী আলহাজ্ব ডাঃ দীপু মনির নিকট ২নং উত্তর আলগী ইউনিয়নের স্হানীয় আখন বাড়ি জামে মসজিদের ইমাম মাওঃ জাহিদ সহ স্হানীয় এলাকাবাসী আকুল আবেদন জানিয়ে বলেন, হতদরিদ্র মৃত জলিল আখনের ছেলে মোঃ জাহাঙ্গীর আখনকে একটি বসতঘর নির্মাণ করে দিলে জাহাঙ্গীর আখন তার পরিবারের সদস্যদের নিয়ে কোন একপ্রকার সুখে শান্তিতে বসবাস করতে পারতেন।