মোঃ আরিফুল ইসলামঃ চাঁদপুরের হাইমচরের সাবু মাষ্টার এলাকায় অটোরিক্সা রাস্তায় উল্টে তারই এক যাত্রীর উপর আচড়ে পড়ায় ঘটনাস্থলেই খোকন (৪৫) নামে এক যাত্রীর মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ওই অটোরিক্সাটি আটক করে থানায় নিয়ে আসে।
১৬ জুন শুক্রবার দুপুরে ‘হিলশা নিউজ’-কে বিষয়টি নিশ্চিত করেন হাইমচর থানার ওসি মোঃ ইয়াসিন।
স্থানীয়রা জানান, নিহত মনিরুল ইসলাম খোকন এক মাছ বিক্রেতা। তিনিসহ আরও ২ জন মাছ বিক্রেতাসহ ভোরে অটোরিক্সাটিতে করে চরভৈরবী হতে সাবু মাষ্টার এলাকায় যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে অটোর চালক এ দুর্ঘটনা ঘটায়। ওই চালক নিজেও একজন মাছ বিক্রেতা।
নিহত খোকনের ২য় স্ত্রী নাজমুন নাহার বলেন, আমার স্বামী ২ বিয়ে করেছিলেন। আমি এবং আমার বড় আপাসহ সবাই থানা হতে লাশ নিতে এসেছি। আমাদের কারোর ওপরই কোন অভিযোগ নাই।
এ বিষয়ে হাইমচর থানার ওসি মোঃ ইয়াসিন বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন শেষে অটো রিক্সাটি উদ্ধার এবং এর চালক দেলোয়ারকে আটক করে থানায় নিয়ে এসেছি।