স্টাফ রিপোর্টারঃ চাঁদপুরের হাইমচরে ২নং আলগী দূর্গাপুর উত্তর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মহজমপুর গ্রামে সাবেক চেয়ারম্যান মরহুম আব্দুর রহমান মিয়াজীর এতিমখানা সংলগ্ন আকবর আলী খান কারিগরি বাণিজ্য কলেজের সাইনবোর্ড সংস্থাপনের সময় তা ভেঙ্গে ফেলার অভিযোগ পাওয়া গেছে।
২৭ ফেব্রুয়ারী রোববার বিকাল সাড়ে ৫ টায় এ ঘটনা ঘটে।
ঘটনায় হামলার স্বীকার দাবী করে আকবর আলী খান কারিগরি বাণিজ্য কলেজের শাখার ভারপ্রাপ্ত পরিচালক মোঃ হারুনুর রশীদ সাংবাদিকদের বলেন, স্থানীয় মৃত জাহাবক্স আখন্দের ছেলে মিজান আখন্দ(৫৫) এখানে কলেজ করতে হলে ৫ লক্ষ টাকা তাকে চাঁদা দিতে হবে বলে দাবী করে। পরে তাকে চাঁদা দিতে অস্বকৃতি জানানোয় মিজান আখন্দ আরো অজ্ঞাত ৬/৭ জনকে সাথে করে নিয়ে এসে ওয়াহিদুর রহমান বাচ্চু আখন্দ(৬৫)’র নির্দেশে আকবর আলী খান কারিগরি বাণিজ্য কলেজের সাইনবোর্ড সংস্থাপনের তা ভাংচুর চালায়। এসময় আমাকে মারধর করে প্রাণে মেরে ফেলার চেষ্টা করলে আমার আত্ম চিৎকারে আব্দুল কাদির গাজী(৩৮) এগিয়ে আসে। আর সেও হামলায় আহত হয়।
এ হামলায় অপর আহত কাদির গাজী সাংবাদিকদের বলেন, আমি কলেজ কর্তৃপক্ষ মোঃ হারুনুর রশীদকে তার ডাক চিৎকারে বাঁচাতে গেলে ওরা আমার চোখে মূখে মারধর চালিয়ে আমাকে মারাত্মক আহত করে। তাৎক্ষণিক স্থানীয়রা আমাকে উদ্ধার করে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে আমার অবস্থা বেগতিক দেখে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকগণ দ্রুত রেফার করে সদর হাসপাতালে পাঠায়। এখন আমি সদর হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষনে রয়েছি। এ বিষয়ে হাইমচর থানায় কলেজ কর্তৃপক্ষ ১টি লিখিত অভিযোগ দায়ের করেছে।
আহত কাদির গাজী সাংবাদিকদের আরও বলেন, এই আকবর আলী খান কারিগরি বাণিজ্য কলেজের প্রধান কার্যালয়টি কুমিল্লার গৌরিপুরে অবস্থিত। এটির চাঁদপুর শাখা হচ্ছে হাইমচর মহজমপুর গ্রামে। তাই কলেজটির নিজ নামে ৩৩ শতাংশ জমি খরিদ ও সাবকবলা করা হয়। আর এই জমিতেই কলেজে নাম সম্বলিত সাইনবোর্ড সংস্থাপন করতে গেলে ওরা এই অতর্কিত হামলার ঘটনা ঘটায়। আমি এর তীব্র নিন্দা জানাই এবং সুষ্ঠু বিচার দাবী করছি।
এ বিষয়ে মিজান আখন্দকে তাৎক্ষণিক পাওয়া না যাওয়ায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
তবে ঘটনা প্রসঙ্গে হাইমচর থানার ওসি মাহবুব মোল্লা বলেন, আমরা এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ পেয়েছি।