মোঃ হোসেন গাজীঃ কৃষিই সমৃদ্ধি, নোয়াখালী, ফেনী, লক্ষীপুর, চট্টগ্রাম ও চাঁদপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ৩ দিন হাইমচর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজনে ৩ দিন ব্যাপি কৃষক প্রশিক্ষণের উদ্বোধন ও অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
১০ মে বুধবার দুপুরে প্রশিক্ষণ অনুষ্ঠানে হাইমচর উপজেলা কৃষি অফিসার মোতাহার হোসেন এর সভাপতিত্বে ও চাঁদপুর জেলা অতিরিক্ত কৃষি উপ পরিচালক মাসুদ হোসেনের পরিচালনায়, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন
চাঁদপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে উপ পরিচালক ড. সাফায়েত আহম্মদ সিদ্দীকি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা কৃষি উপ পরিচালক শাহনাজ রহমান, হাইমচর উপজেলা উপ সহকারী কৃষি অফিসার দেলোয়ার হোসেন (মিন্টু) প্রমুখ।