মোঃ আরিফুল ইসলামঃ চাঁদপুরের হাইমচরের দক্ষিণ আলগী ইউনিয়নের গন্ডামারা গ্রাম হতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারকৃত গৃহবধূ মাকসুদা আক্তার লিজার(১৯) পরিবার আইনগত ন্যায় বিচার পাবার শঙ্কার দিনাতিপাত করছেন।
গত ২০ মে শনিবার রাতে মাকসুদার লাশ উদ্ধারের পর থানায় মামলা হলেও এখন পর্যন্ত আসামী কাউকেই আটক করেনি পুলিশ।
মামলার নথি সূত্রে জানা যায়, মাকসুদার লাশ তার স্বামী পারভেজ রাঢ়ীর বাড়ীর বাড়ী থেকে পুলিশ উদ্ধার করেছিলো। পরে ক্ষুদ্ধ হয়ে এটি হত্যাকান্ড দাবী করে মাকসুদার পিতা বাদী হয়ে মেয়ের স্বামী, শাশুড়ী, ননদসহ ৫ জনকে আসামী করে থানায় মামলা করেছেন।
ন্যায় বিচারের শঙ্কা জানিয়ে মাকসুদার পিতা মুসলিম ছৈয়াল ‘হিলশা নিউজ’-কে বলেন, মাদকসেবী আমার মেয়ে জামাই পারভেজ ঘটনার ১৫দিন আগে আমার বাড়ী থেকে মেয়েকে জোড় করে নিয়ে যায়। এরপর মেয়ের ওপর অনেক অত্যাচার করে। সে আগেও প্রতিনিয়ত আমার মেয়েকে মারধর করতো বলে আমার মেয়ে আমাদের জানিয়েছিলো। আমি আমার মেয়ে এবং তাঁর পেটে থাকা সন্তানকে হত্যা করা হয়েছে দাবী জানিয়ে প্রশাসনের কাছে ন্যায় বিচার প্রত্যাশা করছি।
অভিযোগ প্রসঙ্গে মামলার বিবাদী পক্ষের পারভেজসহ কারোরি বক্তব্য নেয়া যায়নি।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা হাইমচর থানার এস আই পলাশ ‘হিলশা নিউজ’-কে বলেন, এখনো কাউকে আটক করা না হলেও আমাদের তদন্ত কাজ থেমে নেই। আমি বলবো, আইনের প্রতি ধৈর্য্য রাখলে অবশ্যই তাদের জন্য ন্যায় প্রতিষ্ঠা পাবে।