হাইমচর সংবাদদাতাঃ প্রবাসী কল্যাণ সংস্থা হাইমচর এর পরিচালক কাতার প্রবাসী জনি আখন এবং অন্যতম সদস্য সৌদি প্রবাসী তারেক পাটওয়ারী বাংলাদেশে আসায় উভয়কে সংগঠনের পক্ষ থেকে উষ্ণ সংবর্ধনা দেন প্রবাসী কল্যান সংস্থা হাইমচরের নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের ত্রান সেবা বাস্তবায়ন কমিটির সম্পাদক সালাহউদ্দিন মাস্টার এবং সদস্য আব্দুর রহমান মাস্টার , যুগ্ম আহ্বায়ক আমির হামজা, অর্থ ও ত্রান সম্পাদক আলমগীর হোসেন, যুগ্ম আহ্বায়ক আবুল বাশার পাটওয়ারী।
এসময় ভার্চুয়ালি যুক্ত ছিলেন, সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি এবং বর্তমান পরিচালক ও আহ্বায়ক এস বি এন সোবাহান, পরিচালক ও সদস্য সচিব মানিক বেপারী।
আরও যুক্ত ছিলেন সাবেক সাধারণ সম্পাদক ও পরিচালক আলমগীর আখন, সংগঠনের পরিচালক ও সাবেক সাংগঠনিক সম্পাদক আরেফিন শরীফ, পরিচালক ও সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ রুবেল রাঢী, যুগ্ম আহ্বায়ক হাসান, শাহজালাল জসিম, স্বপন খান আকাশ, রাসেল গাজী, জসিম আখন, সোহেল খান রুবেল, সদস্য ইসমাইল পাটওয়ারী, তারেক রহমান, আনোয়ার, সিয়াম, শাহ আলম,রাজু পাটওয়ারী।