সজল চন্দ্র দাসঃ
‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ এ প্রতিপাদ্য বিষয়ে ৪৯ তম জাতীয় সমবায় দিবস ২০২০ উপলক্ষে হাইমচরে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ৭ অক্টোবর ২০২০ শনিবার সকাল ১০টা হাইমচর উপজেলা সমবায় অফিসের উদ্যোগে উপজেলা হলরুমে অনুষ্ঠিত এ র্যালী ও আলোচনা সভায় উপজেলা সমবায় অফিসার মোঃ হাফিজুল ইসলামের সভাপতিত্বে ও মুক্তি সঞ্চয় ঋণদান সমবায় সমিতির সভাপতি মোঃ জাকির হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ নূর হোসেন পাটওয়ারী।
তিনি তার বক্তব্যে বলেন- হাইমচর এখন উন্নয়নের দ্বারপ্রান্তে। সরকারের সেবা প্রতিটি ঘরের দোরগোড়ায় পৌঁছে গেছে। রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, শিক্ষাপ্রতিষ্ঠান সহ সর্বত্রে উন্নয়নের ছোঁয়া লেগেছে। হাইমচরকে শতভাগ বিদ্যুতায়িত উপজেলা হিসেবে ঘোষণা করা হয়েছে। উন্নয়নে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সমবায় অফিসগুলো। এ সমবায় অফিসের সহায়তায় মানুষ নিজের ভাগ্য পরিবর্তন করতে সক্ষম হয়। তাই শেখ হাসিনার স্বপ্নের ডিজিটাল বাংলাদেশ গড়তে হলে সমবায় অফিসের সেবা বাড়াতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসেন বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ বেগম, উপজেলা মৎস অফিসার মোঃ মিজানুর রহমান প্রমুখ।