শরীফ মোঃ মাছুম বিল্লাহঃ
ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ জাহিদুল ইসলাম রোমানের শারীরিক সুস্থতা ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সুস্বাস্থ্য কামনায় জেলা পরিষদ সদস্য এস এম আল মামুন সুমনের আয়োজনে হাইমচর উপজেলার বিভিন্ন মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে।
গতকাল ২৪ অক্টোবর ২০২০ শনিবার বাদ আসর উপজেলার প্রানকেন্দ্রে হাসপাতাল জামে মসজিদ, কাটাখালী জামে মসজিদ, চরভৈরবী জামে মসজিদ সহ উপজেলার বিভিন্ন জামে মসজিদে এ দোয়ার আয়োজন করেন তিনি।
চাঁদপুর-৩ আসনের সাংসদ শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির স্বামী বিশিষ্ট আইনজীবী তৌফিক নেওয়াজ ও দীপু মনির শারীরিক সুস্থতা কামনায় এবং ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান এর শারীরিক সুস্থতা কামনায় উপস্থিত মুসল্লী ও আলেমদের কাছে বিশেষ দোয়ার আবেদন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা ছাত্রলীগ নেতা এস এম সাজ্জাদ হোসেন রনি, এমরান তালুকদার, মোঃ পলাশ আহমেদ ভূইয়া, গাজীপুর ইউনিয়ন যুবলীগ নেতা এমরান হোসাইন, ছাত্রলীগ নেতা সাঈদ হোসেন শাকিল, মোঃ সাগর, মোঃ রাকিব হোসেন প্রমূখ।