... বিস্তারিত
হাইমচরে জেলেদের চাউল পাচারকালে আটক-১
স্টাফ রিপোর্টারঃ
চাঁদপুরের হাইমচর উপজেলার ৫নং হাইমচর ইউনিয়নে জেলেদের চাল পাচার কালে ১৫ বস্তা চালসহ ট্রলার মালিক কিতাব আলিকে আটক করে স্থানীয় জনতা। চেয়ারম্যান শাহাদাত সরকার কর্তৃক জেলেদের চাল পাচারের কালে আটকের সংবাদ পেয়ে উপজেলা সহকারি কমিশনার ভূমি রিগ্যান চাকমা ও মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান আটককৃত চাল এবং চাল পাচারকারি নৌকার মালিককে আটক করে উপজেলায় নিয়ে আসে।
জানাযায়, ২৭শে’অক্টোবর মঙ্গলবার বিকাল ৪ টায় ৫নং হাইমচর ইউনিয়নের সরকারি সিল লাগানো ১৫ বস্তা চাউল হাইমচর ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে ট্রলার যোগে পাচারের সময় স্থানীয় জনতা আটক করেন। হাইমচর ইউনিয়ন চেয়ারম্যান শাহাদাত সরকার তার ইউনিয়নে ১নং ওয়ার্ডের মেম্বার মোঃ শাহজাহান, ২নং ওয়ার্ড মেম্বার আহম্মেদ,৮নং ওয়ার্ডের মেম্বার মোঃ হারুন মাল সহ তিন মেম্বারের বাড়িতে চাল প্রেরনের জন্য ট্রলারে উঠিয়ে দিয়েছেন এমনটাই জানালেন নৌকার মাঝি কিতাব আলি।
স্থানীয় লোকজন জানান, ইতিপূর্বে কয়েকবারই এ রোডেই সরকারি চাল পাচার করেছেন। তারঁ পূর্বেও ইউনিয়নের বরাদ্দ কৃত ৩শ’ জেলেদের মাঝে চাউল বিতরন না করে এবং তাঁদেরকে দিবো বলে সময় দেওয়া হয় কিন্তু সে চাউল গুলো ইউপি চেয়ারম্যান শাহাদাৎ সরকার ও ওয়ার্ড মেম্বারদের সাথে সমন্বয় করে হাইমচরের বিভিন্ন দোকানে চাউল বিক্রি করার একাধিক বার অভিযোগ পাওয়া যায়।জেলেরা চাউলের জন্য পরষদে গেলে তাঁদের কে হুমকি দমকি দেয় এবং তাদের কে মামলার ভয়বিতী দেখান ইউপি চেয়ারম্যান। তাঁর এ কর্মকান্ড গুলো নিয়ে এলাকার লোকজনের মাঝে কানামাসি শুরু হয় ও তাঁর বিরুদ্ধে তোলপাড় সৃষ্টি হয়।স্থানীয়রা আরো জানান, তিনি শুধু জেলেদের চাউল নয়, ইউনিয়নে যত সরকারী বরাদ্দ আসে তিনি একাই ভোগ করেন। তিনি কাউকেও কর্নপাত করেনি। এ বিষয়ে ৫নং হাইমচর ইউনিয়ন সাবেক মেম্বার আব্দুল্লাহ হক মোল্লা সাংবাদিকদের জানান, আমি সহ জনতা মিলে সরকার ঘোষিত মা’ইলিশ রক্ষার নদীতে অভয়াশ্রমে জেলেদের বরাদ্দ কৃত চাউল ট্রলার যোগে পাচার করে দোকানে বিক্রির সময় স্থানীয়দের সন্দেহ হলে চাউল সহ ট্রলার মালিকে আটক করে প্রশাসনকে জানালে ঘটনাস্থলে গিয়ে চোরাই কৃত চাউল জব্দ করে উপজেলায় নিয়ে আশা হয়। এবং তারই পরিপেক্ষিতে আজ জেলেদের চাউল পাচারের সময় হাতেনাতে আটক করা হয়।যারাই জেলেদের চাউল আত্মসাৎ করেন তাঁদের বিরুদ্ধে আইননুগ ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করছে হাইমচর উপজেলা বাসী।
এব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, ৫নং হাইমচর ইউনিয়ন চেয়ারম্যান শাহাদাত সরকার ট্রলারে করে চাল পাচার করছেন এমন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করে ঘটনাস্থলে এসে জনতা কর্তৃক আটককৃত ১৫বস্তা চাল উদ্ধার করি। জিজ্ঞাসা বাদের জন্য ট্র্রলার মাঝিকে আটক করে নিয়ে এসেছি।
উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি ) রিগ্যান চাকমা জানান, জনতার হাতে আটককৃত চালের সংবাদ পেয়ে আটককৃত চাল উদ্ধার করে উপজেলায় নিয়ে আসা হয়েছে। চাল পাচার কারিদের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
এব্যাপারে অভিযুক্ত ইউপি চেয়ারম্যান শাহাদাত সরকারের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার ব্যবহৃত নাম্বারটি বন্ধ পাওয়া গেছে।
