হাইমচর প্রতিনিধিঃ চাঁদপুরের হাইমচরে উপজেলার আলগী বাজার সংলগ্ন দখলকৃত সম্পত্তি জোর করে অন্যায় ভাবে হয়রানি। বৈধতা পেতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন শরীফ হোসেন পাটোয়ারীর স্ত্রী রেহানা বেগম।
রেহানা বেগম বলেন আমার জমি পশ্চিম চরকৃষ্ণপুর মৌজায় অবস্থিত বেআইনি ভাবে জমি দখল করার চেষ্টা করে ভূমিদুস্য ইব্রাহিম রাড়ি,খলিল রাড়ি,স্বপন রাড়ির গং।
ভুক্তভোগী রেহানা বেগম হলেন আলগী বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আলমগীর হোসেন বেপারী ও হাফেজ আঃ মজিদ বেপারীর ছোট বোন। জনমনে সবার একই প্রশ্ন সম্মানিত সহোদর ভাইয়েরা জমির মালিক হলে বোনেরা কেন মালিক হবেনা? চাইলে ভাইয়েরা সমাধান করে দিতে পারতেন। কিন্তু উল্টো তারা ভুমি দখলদার দিয়ে পাল্টা বোনের বিরুদ্ধে হামলা ও মামলা করেন। কে ভাইয়ারা মিলে বোন রেহানা বেগম এর বিরুদ্ধে মামলা, হামলা সহ হয়রানি করার চেষ্টা করছে। ভাইদের সম্পত্তি যদি বৈধ হয় তাহলে বোনের সম্পত্তি কেন বৈধ হবেনা কেন। আমরা এর সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বিচার দাবি করছি।
সোমবার(৮ মে) সকাল ১০ টায় হাইমচর উপজেলা ভুমি অফিসে অভিযোগ করলে উপজেলা ভুমি কর্মকর্তারা তদন্তে আসেন এসময় স্থানীয় শালিসগণ উপস্থিত ছিলেন। তদন্ত শেষে উপজেলা ভুমি কর্মকর্তা বলেন সরকার যে আইন করেছে দলিল যার জমি তার।
ভূমি কর্মকর্তা আরো বলেন, যারা জোর করে যদি অন্যের জমি দখল করে থাকে আগামী বৃহস্পতিবার আবারও তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।