... বিস্তারিত
হাইমচরে দীপু মনির সুস্থতা চেয়ে শহীদ কুদ্দুস কল্যাণ ফাউন্ডেশনের দোয়া
শরীফ মোঃ মাছুম বিল্লাহঃ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন চাঁদপুর হাইমচরের উন্নয়নের রূপকার, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর-৩ আসনের সাংসদ শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি। তাঁর শারীরিক সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় শহীদ আব্দুল কুদ্দুস কল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ৮ ডিসেম্বর ২০২০ মঙ্গলবার বাদ আছর শহীদ আব্দুল কুদ্দুস কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ও ৩নং আলগী দক্ষিণ ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ হুমায়ুন কবির পাটওয়ারী এবং ৩নং আলগী দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ মোস্তাফিজুর রহমান কাজল পাটওয়ারীর উদ্যোগে হাইমচর ডিগ্রী কলেজ সংলগ্ন বাইতুন নূর জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে শিক্ষামন্ত্রীর শারীরিক সুস্থতা কামনায় দোয়া-মুনাজাত পরিচালনা করেন মসজিদের ইমাম ও খতীব মাওলানা আব্দুল্লাহ আল মামুন।
মুনাজাতের পূর্বে উপস্থিত মুসল্লী গনের উদ্দেশ্য মুস্তাফিজুর রহমান কাজল পাটওয়ারী বলেন- আমাদের রাজনৈতিক অভিভাবক, চাঁদপুর হাইমচরের উন্নয়নের রূপকার ও আপামর জনতার হৃদয়ের স্পন্দন আলহাজ্ব ডা. দিপু মনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সকলে দোয়া করবেন মহান রাব্বে কারীম যেনো সুস্থ করে তাঁকে আমাদের মাঝে ফিরিয়ে দেন ও দীর্ঘ হায়াত দান করেন।
তিনি আরও বলেন, ডা. দিপু মনির ঐকান্তিক প্রচেষ্টা ও আন্তরিক সহযোগিতায় হাইমচর আজ উন্নয়নের রোল মডেল। তার নেতৃত্বে অল্প কিছুদিনের মধ্যে এই হাইমচরে হতে যাচ্ছে হাজারো বেকারের কর্মসংস্থানের যায়গা ‘অর্থনৈতিক অঞ্চল’। তিনি সর্বদাই হাইমচরকে নিয়ে ভাবেন। করোনা কালীন সময়েও তিনি নিজের জীবনের কথা না ভেবে কঠোর পরিশ্রম করেছেন। তাই আমাদের অভিভাবক ডা. দিপু মনির জন্য আপনাদের কাছে দোয়ার আবেদন করছি।
দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন ৩নং আলগী দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ সহ ওয়ার্ড আওয়ামী লীগের শীর্ষস্থানীয় দায়িত্বশীল নেতৃবৃন্দ।