মোঃ হোসেন গাজীঃ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে হাইমচর আল- হেরা মডেল মাদ্রাসার পক্ষ থেকে মিনি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
২৪ এপ্রিল সোমবার বিকালে মিনি ফুটবল টুর্নামেন্ট খেলায়, শিক্ষক নজরুল ইসলাম এর সভাপতিত্বে ও আল-হেরা মডেল মাদরার অধক্ষ মাওলানা মোঃ হাফিজুর রহমানের পরিচালনায়, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাইতুর রফিক জামে মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্সে এর প্রতিষ্ঠাতা, ঢাকার বিশিষ্ট ব্যাবসায়ী, সমাজ সেবক আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম (রনি)।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন
ঢাকা তেজগাঁও থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আঃ কাদির বেপারী, শিক্ষক মোঃ ফারুকুল ইসলাম, জনতা বাজার স্পোর্টিং ক্লাবের সভাপতি সুমন খান, জসিম উদ্দিন খান, খেলায় সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মেরাজ হোসেন।
খেলায় অংশগ্রহণ করেন মেঘনা একাদশ বনাম পদ্মা একাদশ। খেলা পরিচালনা করেন শিক্ষক মোঃ ফারুকুল ইসলাম। পদ্মা চ্যামপিয়ান ও মেঘনা রানারআপ। পদ্মা ৩ ও মেঘনা ২ গোল করেন।
এ-সময় উপস্থিত সকলের উদ্দেশে প্রধান অতিথি ও বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব রফিকুল ইসলাম রনি তিনি বলেন, তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে তাদের লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলায় অংশ নিতে উদ্বুদ্ধ করতে হবে।