মোঃ হোসেন গাজীঃ চাঁদপুরের হাইমচরে পানিতে ডুবে আব্দুল্লাহ নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটি দক্ষিণ আলগী ইউনিয়নের চরভাঙ্গা গ্রামের রহমতউল্লাহ বেপারীর একমাত্র ছেলে।
৩০ আগস্ট মঙ্গলবার দুপুরে বাড়ির পাশ্ববর্তী খালের পানিতে পড়ে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, শিশুটি দুপুরের খাবার খেয়ে বাড়ির পাশের খাল পাড় গিয়ে খেলাধুলা করে। খেলাধুলার এক পর্যায়ে শিশুটি খালের পানিতে পড়ে গিয়ে ডুবে যায়। পরিবারের লোকজন শিশুটিকে দেখতে না পেয়ে খোঁজাখুজি করতে থাকেন। খোজ করার এক পর্যায়ে খালের পানিতে শিশুটির নিথর দেহ ভেসে উঠে। স্থানীয় লোকজন শিশুটিকে হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। শিশুটির মৃত্যুতে ঐ এলাকায় শোকের ছায়া নেমে আসে।