মোঃ হোসেন গাজীঃ চাঁদপুরের হাইমচরে মাধ্যামিক পর্যায়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে ত্রিমুখী সংঘর্ষে শিক্ষক শিক্ষার্থীসহ ৩জন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে।
৭ সেপ্টেম্বর বুধবার সকাল ১২ টায় হাইমচর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনাকাঙ্খিত সংঘর্ষে এ ঘটনা ঘটে।
জানা যায়, হাইমচর উপজেলায় ৪৯তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় ফুটবল খেলার ২য় দিনে বাজাপ্তি রমণী মহন উচ্চ বিদ্যালয় বনাম আলগী বাজার আলিম সিনিয়র মাদ্রাসার ফুটবল খেলা শুরু হয়। খেলায় নির্ধারিত সময়ে ফলাফল সমাধান না পেয়ে শেষ পর্যায়ে ট্রাইবেকারের সিদ্ধান্ত হয়। আর ঐ সময় দু’গ্রুপের মাধ্যকার সংঘর্ষে শিক্ষক ও শিক্ষার্থীসহ ৩ জন আহত হয়। পরে হাইমচর উপজেলা নির্বাহী অফিসার চাই থোয়াইহলা চৌধুরী ঘটনাস্থলে পুলিশসহ পৌঁছে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রিণে আনেন।
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে মির হোসেন বলেন, বাজাপ্তী রমনী মোহন উচ্চ বিদ্যালয় ও আলগী বাজার সিনিয়র মাদ্ররাসা এই দুই প্রতিষ্ঠানের মধ্যে সংঘর্ষ হয়েছে। এখানে ১জন শিক্ষক এবং ২ জন শিক্ষার্থী আহত হয়েছেন। তবে আহতদের নাম পরিচয় তিনি জানাতে পারেননি।
এদিকে হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা চাই থোয়াইহলা চৌধুরী বলেন, যেই দুই প্রতিষ্ঠানের মধ্যে সংঘর্ষ হয়েছে। ঐ দুই প্রতিষ্ঠানকে বাদ দিয়ে বাকি প্রতিষ্ঠান গুলোর খেলা চলমান থাকবে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।