বিশেষ প্রতিনিধিঃ চাঁদপুরের হাইমচরে স্কুলগামী শিক্ষার্থীকে পিটিয়ে রক্তাক্ত জখমের ঘটনায় হামলাকারী হাবিব তালুকদার ও তার সহযোগী আল আমিন ও শিপন নামে ৩ জন কে আটক করেছে হাইমচর থানা পুলিশ, বিষয়টি নিশ্চিত করেছেন হাইমচর থানা অফিসার ইনচার্জ মোঃ আশরাফ উদ্দিন।
স্কুল শিক্ষার্থীর উপর হামলার পর পুলিশের তড়িৎ এ্যাকশনের মাধ্যমে হামলাকারীদের গ্রেফতার করায় সর্ব মহলে পুলিশের প্রতি ধন্যবাদ জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ সহ এলাকাবাসী।
দূর্গাপুর উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ রুহুল আমিন জানা মঙ্গলবার সকাল ১০টায় দূর্গাপুর উচ্চ বিদ্যালয় দশম শ্রেণির শিক্ষার্থী উত্তর আলগী গ্রামের আলমগীর পাটওয়ারী কন্যা বাড়ী হতে স্কুলে আসার পথে উপজেলা উত্তর আলগী উত্তর ইউনিয়ন এর ছৈয়ালমোড়( মসজিদ বাড়ী) সিরাজ পাটওয়ারী ছ-মিল সংলগ্ন সড়কে বিদ্যালয়ে আসার পথে মহজমপুর এলাকার বখাটে যুবক হাবিব তালুকদার ছাত্রীকে অশ্লীল কথা বলে, এসময় শিক্ষার্থী প্রতিবাদ করায় বখাটে শিক্ষার্থীকে কাঠের টুকরো দিয়ে এলোপাতাড়ি মারপিট সহ ইট দিয়ে মাথায় আঘাত করে রক্তাক্ত জখম করে।
হামলায় শিক্ষার্থী রাস্তায় লুটিয়ে পড়ে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। হামলাকারীদের গ্রেফতার সহ তাদের বিরুদ্ধে নেয়ার জন্য বিষয় টি উপজেলা চেয়ারম্যান, ইউএনও, অফিসার ইনচার্জ সহ সকলকে অবগত করেছি।
কর্তব্যরত চিকিৎসক জানান শিক্ষার্থীর শরীরে বিভিন্ন স্থানে আঘাত সহ মাথায় জখম হয়েছে, রোগীর অবস্থা আশংকাজনক, চিকিৎসা চলছে। খবর পেয়ে বিদ্যালয় শিক্ষক ও পরিচালনা কমিটির সদস্য গন বিষয় টি পুলিশ কে অবগত করলে পুলিশ হাসপাতালে গিয়ে খোঁজ খবর নিয়েছে।
ঘটনার পর মামলার তদন্ত কর্মকর্তা এস আই শহীদ উল্লাহ জানান হাইমচর থানা অফিসার ইনচার্জ মোঃ আশরাফ উদ্দিন এর নির্দেশে সহ পুলিশ ফোর্স সাড়াশি অভিযান চালিয়ে হামলা কারী হাবিব তালুকদার, আল আমিন, শিপন কে আটক করা হয়।
হাইমচর থানা অফিসার ইনচার্জ আশরাফ উদ্দিন জানান সংবাদ পেয়ে হাসপাতালে গিয়ে খোঁজ খবর নিয়েছি। হামলাকারী বখাটের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে, তাদের বিরুদ্ধে অভিযান চালিয়ে হামলা কারী হাবিব তালুকদার (১৮), আল আমিন (১৯) শিপন (১৮) গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইভটিজিং, নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলার প্রস্তুতি চলছে।