হাইমচর প্রতিনিধিঃ চাঁদপুর জেলার হাইমচর উপজেলায় অবস্থিত শতবর্ষী ঐতিহ্যবাহী বাজাপ্তী রমনী মোহন উচ্চ বিদ্যালয় গত ১৫ ও ১৬ মার্চ ২০২৩ইং চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশন (সিএইচআরএফ) তাদের “Building Scientists for Bangladesh – গড়বো বিজ্ঞানী সাজাবো বাংলাদেশ” কার্যক্রমের অংশ হিসেবে ২ দিনব্যাপী বিজ্ঞান শিবির এবং বিজ্ঞান আলোচনা অনুষ্ঠান ১ম দিন সম্পর্ন হয়েছে ।
বুধবার সকাল ৯টায় বাজাপ্তী রমনী মোহন উচ্চ বিদ্যালয় সভাকক্ষে অনুষ্ঠিত এই প্রোগ্রাম উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এর বিজ্ঞান শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে।
প্রোগ্রামের মূল লক্ষ তরুণ শিক্ষার্থীদের দেখানো যে বিজ্ঞানীরা তাদেরই মতো দেখতে এবং এর মাধ্যমে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল এবং গণিতের (STEM) প্রতি কমতে থাকা আগ্রহকে রোধ করা।
বিজ্ঞান ক্যাম্প শিক্ষার্থীদের বিজ্ঞানের উদ্ভাবনী এবং সহযোগিতামূলক প্রকৃতি বুজতে সাহায্য করে। বিজ্ঞান আলোচনায় তারা মতবিনিময় করতে পারে বিখ্যাত বিজ্ঞানী ড. সেঁজুতি সাহার সাথে এবং জিজ্ঞাসা করতে পারে তাদের পছন্দের যে কোনও বৈজ্ঞানিক প্রশ্ন।
CHRF এর লক্ষ্য হল গবেষণা ও অ্যাডভোকেসির মাধ্যমে যথাযথ নীতিগত সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে বাংলাদেশ এবং সারা বিশ্বে শিশু স্বাস্থ্যের উন্নতি করা এবং পরবর্তী প্রজন্মের বিজ্ঞানী গড়ে তোলা।জীবন বাঁচাতে CHRF যে প্রভাব রেখে যাচ্ছে তা জাতীয় ও আন্তর্জাতিক প্রশংসা পেয়েছে যার মধ্যে উল্লেখযোগ্য হলো WHO,UNESCO, বিল এবং মেলিন্ডা গেটস ফাউন্ডেশন, আমেরিকান সোসাইটি অফ মাইক্রোবায়োলজি এবং একুশে পদক (বাংলাদেশ সরকার কর্তিক দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার)।
এই বিজ্ঞান ক্যাম্পের আয়োজনে সার্বিকভাবে সহযোগিতায় ছিলো ব্যাকবোন লিমিটেড। ব্যাকবোনের সিইও,জনাব মতিন মাহীন, CHRF এর সাহায্যে তার নিজ চরের মানুষের কাছে বিজ্ঞানকে নিয়ে আসতে পেরে খুবই আনন্দ প্রকাশ করেছেন।
CHRF থেকে এই কর্মসূচীতে উপস্থিত কর্মকর্তাদের মধ্যে ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুর রহিম খান, বাজাপ্তী রমনী মোহন উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আলী গাজী, প্রধান শিক্ষক এম এ মান্নান, বিজ্ঞানী ড. ইয়োগেশ হুদা , মনিমুল হাসান খান, অফিস এক্সিকিউটিভ, সাকিউল কবির, রিসার্চ ম্যানেজার, নাজিফা তাবাসসুম, মাইক্রোবায়োলজিস্ট এন্ড সায়েন্স কমিউনিকেটর, দিপু চন্দ্র দাস, সিনিয়র ল্যাবরেটরি টেকনোলজিস্ট, আদিত্য আরেফিন, সিনিয়র ট্রেনিং অফিসার, জাসিয়া মুমতাহিনা হাফছা, মলিকুলার বায়োলজিস্ট এন্ড সায়েন্স কমিউনিকেটর, এষা কাজী, অ্যাসিস্ট্যান্ট মলিকুলার বায়োলজিস্ট, মুহাম্মাদ সাফিউল আলম মন্ডল, জুনিয়র ট্রেনিং অফিসার এবং ভলান্টিয়ার হিসেবে প্রত্যয় রায়।