মোঃ হোসেন গাজীঃ মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে হাইমচর উপজেলার ১নং গাজীপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
১৪ ডিসেম্বর (মঙ্গলবার) হাইমচর উপজেলার গাজীপুর ইউনিয়ন পরিষদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান গাজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ খাজা আহমেদ তালুকদার এর পরিচালনা বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা নিয়ামত হাওলাদার, ইউপি সচিব নির্মল চন্দ্র পাল, উপজেলা শ্রমিকলীগের সভাপতি মোঃ ছোবাহান ভূইয়া, আওয়ামী লীগ নেতা রাসেল গাজী, মফিজ মাতব্বর, রাজ্জাক ঢালী, মুনছুর মিজি, প্রবীণ আওয়ামী লীগ নেতা মোঃ আনোয়ার হোসেন পাটওয়ারী, প্রবীন আওয়ামী লীগ নেতা মোঃ গনি মৃধ্যাসহ ইউনিয়ন ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
এসময় মোঃ হাবিবুর রহমান গাজী বলেন, একটি কুচক্রী মহল আমাকে নিয়ে দীর্ঘ ১২ বছর আমাকে দল থেকে মনোনয়ন দেওয়ার পরেও আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসছেন। এবং সরকারের উন্নয়ন কে বাধাগ্রস্ত করে মানুষের কাছে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা করেন। আল্লাহর রহমতে এবং দিপু মনি এমপি ও উপজেলা চেয়ারম্যান নুর হোসেন পাটওয়ারীর সহযোগিতায় প্রায় চার বছর ১নং গাজীপুর ইউনিয়ন বাসির খেদমত করে আসছি। কিছু কুচক্রী মহলের ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য বিভিন্ন জায়গায় মাননীয় সাংসদ আলহাজ্ব ডাঃ দিপু মনি, উপজেলা পরিষদ চেয়ারম্যান নুর হোসেন পাটওয়ারীর বিরুদ্ধে লিফলেট বিতরন করেন। মানবসেতু নামে উপজেলা পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে ষড়যন্ত্রমুলক মামলা দায়ের করেন। তারা আজ ডাঃ দীপু মনি’র কাছে ভাল থাকার জন্য আমার নামে নানান অপপ্রচার চালাচ্ছে।
১৬ই ডিসেম্বরের বিজয় দিবস উদযাপন উপলক্ষে গাজীপুর ইউনিয়ন, নয়টি ওয়ার্ড আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের বৈঠকে নেতারা বলেন দীর্ঘদিন ধরে ইউনিয়ন আওয়ামীলীগের রাজনৈতিক কর্মকান্ডে বর্তমান ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান গাজী আমাদের সাথে ছিলেন। এবং তিনি দলের সকল কাজে সক্রিয় ভূমিকা পালন করেন। আগামী ইউপি নির্বাচনে গাজীপুর ইউনিয়ন পরিষদে হাবিবুর রহমান গাজীকে পুনরায় চেয়ারম্যান হিসেবে দলের মনোনয়ন প্রত্যাশা করি।