মোঃ হোসেন গাজীঃ
চাঁদপুরের হাইমচর উপজেলার ২নং উঃ আলগী ইউনিয়নে ঢেলের বাজার বাজপ্তী রমনী মোহন উচ্চ বিদ্যালয় সংলগ্ন মের্সাস আনোয়ারা ট্রেডার্স শুভ উদ্বোধন মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৮’ই জুলাই মঙ্গলবার সকাল ১০টায় মিলাদ ও দোয়ায় অংশ নেয়া হয়, মোঃ ছিদ্দকুর রহমান সহ এলাকার ব্যাক্তি বর্গ সহ উপস্থিত ছিলেন।
মের্সাস আনোয়ারা ট্রেডার্সে, রড,সিমেন্ট,ইট, ঢেউ টিন, পিলার, ভেন্টি লিটার সহ সকল যাবতীয় মালামাল খুচরাও পাইকারী বিক্রি করা হয়।
পরিবেশকঃআবুল খায়ের গ্রুপ।
আর নয় চাঁদপুর আর নয় আর নয় লক্ষীপুর, রায়পুর,আর নয় হাইমচর আলগী বাজার, আপনের হাতের কাছেই পাওয়া যাচ্ছে ঢেলের বাজারে ইট,বালি,রড,সিমেন্ট, ঘরের পিলার সহ যাবতীয় মালামালের জন্য আজই যোগাযোগ করুনঃ 01689822990।
