মোঃ হোসেন গাজীঃ ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে, হাইমচরের প্রবীণ আওয়ামী লীগ নেতা ও হাইমচর উপজেলা আওয়ামী লীগের সাবেক সফল সভাপতি, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য মরহুম মোতালেব জমাদারের স্মরণে গাজীর বাজারের বিশিষ্ট ব্যাবসায়ী জসিম উদ্দিন গাজীর উদ্যােগে এই মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
১৬ ডিসেম্বর বৃহস্পতিবার রাত ৭ টায় হাইমচর উপজেলা ২নং উঃ আলগী ইউনিয়নের গাজীর বাজার কেন্দ্রীয় জামে মসজিদে মোতাবেক জমাদারের স্মরণে মিলাদ ও দোয়া, মরহুম মোতালেব জমাদারের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়েছে।
উল্লেখ্যঃ গত ২৭ নভেম্বর ২০২০ ইং শনিবার সকাল ৭.৫০ মিনিটে হাইমচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য বর্ষিয়ান রাজনীতিবিদ, মোতালেব জমদার তাঁর নিজ বাড়িতে শেষ নিঃস্বাস ত্যাগ করেন।