মোঃ হোসেন গাজীঃ নিরাপদ মাছে ভরবো দেশ,বঙ্গবন্ধুর বাংলাদেশ”এই প্রদিপাদ্যকে সামনে রেখে হাইমচর উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উপলক্ষে মৎস্যচাষীদের মাঝে উপকরণ বিতরণ ও প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
২৮ জুলাই বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মাহবুব রশিদ এর সভাপতিত্বে ও
উপজেলা মৎস্য ক্ষেত্র সহকারী মো: ইজাজ মাহমুদের পরিচালনায়, এসময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য জীবী লীগের সাধারণ সম্পাদক মোঃ মানিক দেওয়ান,উপজেলা মৎস্য জীবী লীগের আহব্বায়ক বাবুল পেদা,মৎস্য চাষি নজরুল ইসলাম ফকির ইলিয়াস লিটন,হারুন হাওলাদার উপজেলা মৎস্যজীবী লীগের যুগ্ম আহব্বায়ক মোঃ হোসেন গাজী, মোক্তার আহমেদ দর্জি, হাইমচর প্রেসক্লাবে সাহিত্য বিষয়ক সম্পাদক খন্দকার সবুজ,আলমগীর হোসেন পাটোয়ারী সহ হাইমচর উপজেলার ৬ ইউনিয়নের মৎস্য চাষি গন উপস্থিত ছিলেন।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহবুব রশীদ বলেন, হাইমচর উপজেলাটি নদীমাতৃক উপজেলা বাংলাদেশ মৎস্য অধিদপ্তরের দৃষ্টি হাইমচর উপজেলার প্রতি। সরকারের মৎস্য অধিদপ্তরের সকল সুযোগ সুবিধা হাইমচরের জেলেরা পেয়ে থাকেন।জেলেদের সচেতন করে বলেন মাছ শিকারের পর মাছ সঠিক নিয়মে সংরক্ষণ করলে জেলেরা বাজার জাতে সঠিক মূল পাবে।
এছাড়া হাইমচর উপজেলা মৎস্যজীবিরা বলেন,আমাদের হাইমচর বরপের কল নেই,বরফ কল থাকলে মৎস্য সংরক্ষণ করা আমাদের জন্য সহয হবে। এবিষয়ে সকল মৎস্য জীবী ও উপজেলা মৎস্য কর্মকর্তা একমত পোষণ করেন।