মোঃ হোসেন গাজীঃ হাইমচর উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন মোঃ আবদুর রশিদ পাটওয়ারী তিনি ১০ নং ছোট লক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
১৩ সেপ্টেম্বর (ফলাফল ঘোষণা ১৪ সেপ্টেম্বর) উপজেলা জাতীয় প্রাথমিক শিক্ষা পদক- ২০২২” যাচাই বাচাই কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার চাই থোয়াইহলা চৌধুরী ও সদস্য সচিব উপজেলা শিক্ষা অফিসার এ কে এম মিজানুর রহমান আব্দুর রশিদ পাটোয়ারী উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে ঘোষনা করেন।
জানাজায়, আবদুর রশিদ পাটোয়ারী ২০০০সালের ২৯মে সহকারী শিক্ষক হিসেবে ১০ নং ছোটলক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ২৬ শে জানুয়ারি ২০০৩প্রধান শিক্ষক হিসেবে ১৯ নং উত্তর গন্ডামারা।
সরকারি প্রাথমিক বিদ্যালয় বদলি হয়ে ২৫ নং মধ্য চরকৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ২৮শে জুন ২০১৪ সালে প্রধান শিক্ষক হিসেবে বদলি হয়ে যোগদান করেন ১০ নং ছোটলক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেন।
বিভিন্ন সূত্রে জানাজায়, তিনি প্রদান শিক্ষক পদে যোগদান করার পর থেকে অত্যন্ত সুনাম, সততা ও দক্ষতার সাথে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি শিক্ষার মান উন্নয়ন ও বিভিন্ন বিষয়ে প্রশিক্ষন গ্রহন করেছেন।
শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত মোহাম্মদআব্দুর রশিদ পাটওয়ারী হাইমচর উপজেলা আলগী উত্তর ইউনিয়নের একজন অধিবাসী।অভিনন্দন জানিয়েছেন হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যান নূর হোসেন পাটোয়ারী ও উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জাফর শেখ ও সাংগঠনিক সম্পাদক মোঃ সালাউদ্দিন।