মোঃ হোসেন গাজীঃ হাইমচরে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে হাইমচর প্রেসক্লাবের সাথে উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মাহবুব রশীদ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
“নিরাপদ মাছে গড়বো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার সকালে হাইমচর উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মাহবুব রশীদ, হাইমচর প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন।
মতবিনিময় সভায় উপজেলা মৎস্য কর্মকর্তা মাহবুব রশীদ জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উপলক্ষে সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচী সাংবাদিকদের সামনে তুলে ধরেন।
তিনি বলেন, হাইমচর উপজেলা নদীমাতৃক হওয়ায় এখানে অনেক মাছ চাষ এবং আহরণ হয়। এ উপজেলার মাছ আশেপাশের জেলাসহ দেশ বিদেশে মানুষের মাছের চাহিদা পূরন করে আসছে। পরিকল্পিত মাছ চাষে চাষীদেরকে প্রয়োজনীয় প্রশিক্ষণ কর্মশালা এবং প্রনোদনা দিয়ে মাছ চাষে আগ্রহী করে তোলা হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন হাইমচর প্রেসক্লাব দপ্তর সম্পাদক মামুনুর রশিদ, ক্রীড়া সম্পাদক মোঃ কবির হোসেন, সদস্য মোশাররফ হোসেন নয়নসহ বিভিন্ন চ্যানেল এবং পত্রিকার সাংবাদিকবৃন্দ।