মোঃ হোসেন গাজীঃ হাইমচর উপজেলার দক্ষিণ আলগী ইউনিয়নের হাওলাদার বাজারে স্বাস্থ্য সম্মত পরিবেশে তৈরি হচ্ছে মান সম্মত দধি(সবুজ দধি ভান্ডার)দক্ষিণ আলগী হাওলাদার বাজারে সবুজ দধি ভান্ডারের শো’রুম।
সবুজ দধি ভান্ডারের সত্ত্বাধিকারী সবুজ হাওলাদার বলেন,,সবুজ দধি ভান্ডারের দধিতে কোনপ্রকার পাউডার মিশ্রিত করা হয়নি এবং সম্পূর্ণ ভেজাল মূক্ত মানসম্মত খাদ্য দ্রব্য সবুজ দধি ভান্ডার।
হাইমচর বাসীকে দধী খাওয়ার দাওয়াত করেছেন সবুজ হাওলাদার।
সবুজ বলেন,যে কোন অনুষ্ঠানে আমরা দধি সার্ভিস করে থাকি।