হাইমচর সংবাদদাতাঃ চাঁদপুর জেলার হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জনাব নুর হোসেন পাটওয়ারীর প্রশংসায় পঞ্চমুখ চাঁদপুর জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
জাতীয় নির্বাচন এবং স্থানীয় সকল নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কে বিজয়ী করতে আপসহীন ভূমিকা পালন এবং দলকে সুশৃঙ্খল ও সুসংগঠিত করায় বিভিন্ন সময় উপজেলা, জেলা এবং কেন্দ্রীয় আওয়ামী লীগ নুর হোসেন পাটওয়ারীর নেতৃত্বের ভূয়সী প্রশংসা করতে দেখা গেছে। সেই পালে হাওয়া লেগেছে সদ্য সমাপ্ত চরভৈরবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী ইউসুফ জুবায়ের শিমুল এর বিজয়ের পর।
জানা যায়, চরভৈরবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতিকের প্রার্থী ইউসুফ জুবায়ের শিমুলের সাথে প্রতিদ্বন্দ্বিতা করেন চশমা প্রতিকের প্রার্থী সাবেক চেয়ারম্যান হারুনুর রশিদ ভুট্টো মুন্সীর সহধর্মিণী জেসমিন রশিদ।
এছাড়াও দুইজন স্বতন্ত্র প্রার্থী মোটরসাইকেল ও আনারস প্রতিক নিয়ে নির্বাচনের মাঠে ছিলেন। কতিপয় আওয়ামী লীগ, যুবলীগ নেতার নৌকার বিরুদ্ধে অবস্থানের কারনে নির্বাচন নিয়ে শুরু থেকেই বিভ্রত ছিলো জেলা এবং উপজেলা আওয়ামী লীগ। বিভিন্ন পরিসংখ্যান এবং স্থানীয় প্রেক্ষাপটে নির্বাচনে চশমা প্রতিকের প্রার্থী জেসমিন রশিদ এগিয়ে ছিলেন বলে গুঞ্জন ছিলো।
কিন্তু সকল পরিসংখ্যানকে ভুল প্রমাণ করে এবং জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে হাইমচর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নুর হোসেন পাটওয়ারীর দক্ষ ও বিচক্ষণ নেতৃত্বে নৌকা মার্কার বিজয় হয়। নির্বাচনে নুর হোসেন পাটওয়ারীর ভূমিকা অকপটে স্বীকার করে কৃতজ্ঞতা জানিয়েছেন নব নির্বাচিত চেয়ারম্যান ইউসুফ জুবায়ের শিমুল সহ চরভৈরবী ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ। এছাড়া, ফলাফল ঘোষণার পরপরই নুর হোসেন পাটওয়ারীর সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করতে দেখা গেছে সদ্য নির্বাচিত চেয়ারম্যান ইউসুফ জুবায়ের শিমুলকে।
নির্বাচন পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে চাঁদপুর জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু বলেন, আমাকে একটি কথা অকপটে স্বীকার করতেই হবে, নুর হোসেন যা বলে, তা করে দেখায়। ইতিপূর্বে সকল নির্বাচন এবং দলের চ্যালেঞ্জিং মূহুর্তে নুর হোসেন সেটার প্রমাণ দিয়েছে। চরভৈরবীর নির্বাচনটা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিলো।
তবে, এটা সত্য যে এই নির্বাচনে জয় লাভ করা আমাদের পক্ষে সহজ ছিলো না। নুর হোসেনের বলিষ্ঠ নেতৃত্বে এবং বিচক্ষণ সিদ্ধান্তে নির্বাচনে নৌকা প্রতিকে ইউসুফ জুবায়ের শিমুল জয় লাভ করেছে। নুর হোসেন প্রমাণ করেছে, তার দ্বারা সব কিছুই সম্ভব। বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে শিক্ষামন্ত্রী ডা দীপু মনি এমপির এবং চাঁদপুর জেলা আওয়ামী লীগের সম্মান সমুন্নত রাখায় নুর হোসেনকে আন্তরিক ধন্যবাদ জানাই।