মোঃ হোসেন গাজীঃ ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় মৎস সম্পদ ধ্বংসকারী বেহুন্দি ও অন্যান্য খতিকর অবৈধ জাল, জাগ এবং নিষিদ্ধ চাই অপসারণে বিশেষ কম্বিং অপারেশন-২০২২ উপলক্ষে হাইমচর উপজেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর ও কোস্ট গার্ডের সহযোগিতায় অভিযান পরিচালনা করা হয়।
১৭ জানুয়ারী সোমবার দুপুর ২ টা থেকে বিকাল ৫:৩০ পর্যন্ত হাইমচরের মেঘনা নদীতে তৃতীয় দিনের মত অভিযান চালিয়ে ১ লক্ষ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।
উপজেলা প্রশাসন ও মৎস্য দধপ্তর কোস্টগার্ড কর্মকর্তা এম এ কাউসার সহ সঙ্গিয় পোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। অভিযান শেষে কাটাখালী কোস্টগার্ড পাড়ির সামনে জনসম্মুখে আগুন দিয়ে পুড়িয়ে অবৈধ কারেন্ট জাল ধ্বংস করা হয়।
এ সময় হাইমচর উপজেলা মৎস দপ্তর ক্ষেত্র সহকারী সিনিয়র মো. হাফিজুর রহমান জানান বিশেষ কম্বিং অপারেশনের দ্বিতীয় ধাপের তৃতীয় দিনের অভিযানে এক লক্ষ মিটার কারেন্ট জাল জব্দ করা হয় এবং জনসম্মুখে তা পুড়িয়ে ধ্বংস করা হয়।