বিশেষ প্রতিনিধিঃ চাঁদপুরের হাজীগঞ্জে দেবপুর স্টেশনে ব্যাটারী চালিত ইজিবাইক নিয়ন্ত্রণকারী দালাল সিন্ডিকেট চক্রের কাছে জিম্মী শ্রীপুর গ্রামের অসহায় সাধারণ যাত্রীগণ। প্রতিনিয়ত ওই চক্রের হয়রানী, দৌরাত্ম ও ইজিবাইকের বে-আইনী সিরিয়াল বন্ধের দাবী সচেতনমহলের। বিষয়টি থেকে পরিত্রাণ পেতে ইতিমধ্যেই গণস্বাক্ষরসহ পত্র ইউএনও কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।
স্থানীয়রা জানায়, হাজীগঞ্জের ২নং বাকিলা ইউনিয়নে দীর্ঘদিন যাবৎ যাতায়াত করতে গিয়ে সংঘবদ্ধ একটি দালাল সিন্ডিকেটের কবলে পড়ে অসহায় হয়ে পড়েছে শ্রীপুর গ্রামের সাধারণ নিরীহ যাত্রীরা। যারমধ্যে দালাল সিন্ডিকেটের একটি বে-আইনী গাড়ির সিরিয়াল দিয়ে যাত্রীদেরকে জোরপূর্বকভাবে গাড়িতে উঠিয়ে যাত্রীদের দীর্ঘসময় বসিয়ে রাখা, নিয়মের বাইরে গিয়ে সাধারণ ভাড়ার চেয়ে অস্বাভাবিক দ্বিগুণ ভাড়া আদায় করাসহ নানা অনিয়মে অতিষ্ঠ।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক লোক জানান, কঠিন পরিস্থিতির কারণে যাত্রীরা তাদের নিজ স্বাধীন মত যাতায়াত করতে পারে না। শুধু তাই নয়, কিছু কিছু যাত্রী এর প্রতিবাদ করিলে এবং দালাল সিন্ডিকেটের কাছে ‘এই অবৈধ গাড়ির সিরিয়াল বা দ্বিগুণ ভাড়া আদায়ের অনুমতি ২নং বাকিলা ইউনিয়ন চেয়ারম্যান কিংবা কোন বিধিবদ্ধ সংস্থার কিনা?’ তা জানতে চাওয়া হলে দালাল সিন্ডিকেটরা এর গ্রহণযোগ্য উত্তর না দিয়ে সন্ত্রাসী ভূমিকায় ক্ষিপ্ত হয়ে ক্ষমতার অপব্যবহার দেখায়। এমনকি নিরীহ যাত্রীদের সাথে অশালীন আচার আচরণেও লিপ্ত থাকে। যা অমানবিক ও আইন বিধি বহির্ভূত কাজ। এছাড়াও দেবপুর ষ্টেশনের পোলের উপরে যত্রতত্র সিএনজি অবস্থান করে যাত্রীদের সমস্যা করছে। আমরা এর থেকে মুক্তি চাই।
গণস্বাক্ষর সম্মলিত পত্রটি দেখিয়ে শ্রীপুর এলাকাবাসীর পক্ষে আব্দুল্লাহ আল মামুন বলেন, দালাল সিন্ডিকেট যাতে দেবপুর স্টেশনে অবৈধ গাড়ীর সিরিয়াল দিয়ে জোরপূর্বকভাবে দ্বিগুণ ভাড়া আদায় করতে না পারে। সেই লক্ষ্যে শ্রীপুর গ্রামের জনগণের যাতায়াতের সুবিধা ও নিরাপত্তা দিয়ে যথোপযুক্ত প্রয়োজনীয় জরুরী আইনগত ব্যবস্থা গ্রহণ করতে আমরা ইউএনও মহোদয় এবং সড়ক বিভাগের হস্তক্ষেপ কামনা করছি।