স্টাফ রিপোর্টারঃ চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১নং রাজারগাঁও উত্তর ইউনিয়নের মুকুন্দসার গ্রামে সাইমুন (৭) ও তামিম (৫) নামের ২ সহদর শিশু পুকুরে পানিতে ডুবে মৃত্যু হয়েছে।
১৩ এপ্রিল বুধবার সকাল ১০ ঘটিকায় উপজেলার মুকুন্দসার নতুন পাটওয়ারী বাড়ীতে এই ঘটনা ঘটে। তারা উভয়েই সাঁতার জানতো না। নিহতদের পরিবার সহ এলাকায় শোকের ছায়া নেমে আসে। সাইমুন ও তামিম উভয়েই সহদর ভাই। তাদের পিতা মো: সাইফুল ইসলাম পাটওয়ারী। সাইমুন ও তামিম মো: সাইফুল ইসলাম পাটওয়ারীর দুইটি সন্তানই ছিল।
প্রতিদিনের ন্যায় বাড়ির পুকুরে পাশে তারা খেলাধুলা করত। গত কাল বুধবার মায়ের অগোচরে খেলা করতে যায়। অনেক সময় হয়ে যাওয়ায় তাদের মা বাড়ির চারপাশে খোজা খুজি করে, কিন্তু তাদের সন্দান না পাওয়ায় পাশের পুকুরের পানিতে তল্লাশি করে এবং আশে পাশের লোকজন সহ পুকুরে নেমে তল্লাশি করে পানির নিচ থেকে তাদের উভয়কে উত্তোলন করে মতলব দক্ষিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার তাদেরকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান হাজী মো: আ: হাদী মিয়া খবর পেয়ে তাৎক্ষনিক হাজীগঞ্জ থানাকে অবহিত করেন এবং হাজীগঞ্জ থানার প্রশাসন এসে উভয়ের সুরুতহাল রিপোর্ট শেষে ঐ দিন মাগরিবের নামাজের পর মুকুন্দসার পাটওয়ারী বাড়ির পারিবারিক কবরস্থানে উভয়কে দাফন করা হয়।